শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শাজাহানপুরে প্রসূতির মৃত্যু, সাইনবোর্ড খুলে লাপাত্তা ক্লিনিক!

আবদুল ওহাব : [২]  রোজিনা (২০) নামে এক গর্ভবতী নারীর সিজার করে বাচ্চা ডেলিভারী করার পর মৃত্যু হয়েছে। এই অনাকাংখিত মৃত্যু উপজেলায় ট্রাজেডির জন্ম দিয়েছে। নিহত নারী উপজেলার তালপুকুর গ্রামের মাহমুদ আলীর মেয়ে।

[৩] মঙ্গলবার ১২ মে জানাযায়, সি-ব্লক (ম্যাক্স টাওয়ার) বসুন্ধরা ক্লিনিকে তার সিজার করা হয় এবং রাতে মৃত্যু হয়।

[৪] ঘটনার বিবরণে জানাগেছে, উপজেলার তালপুকুর গ্রামের মাহমুদ আলীর গর্ভবতী মেয়ে রোজিনা (২০) কে ডেলিভারীর জন্য কয়েকদিন আগে বসুন্ধরা ক্লিনিকে ভর্তি করলে তাকে সিজার করা হয়। নিহত নারীর পিতামাতা জানান, বসুন্ধরা ক্লিনিকে তাদের মেয়েকে প্রথমে সিজার করার পর বিছানায় নিয়ে আসে। কয়েক ঘন্টা পর, সিজারে সমস্যা থাকার কথা বলে আবারও তাকে অপারেশন রুমে নিয়ে কিছুক্ষন পর বের করে এনে রোগীর অবস্থা ভাল না বলে জানায় এবং তাড়াতাড়ি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। তাদের কথামত দ্রুত সেখানে নিয়ে গেলে, সঠিকভাবে সিজার করা হয়নি বলে জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডাক্তার জানায়। এরপর রোগীর অবস্থা খারাপ হতে থাকে এবং কয়েক দিন চিকিৎসার পর ১১ মে রোজিনার মৃত্যু হয়।

[৫] এ ঘটনায় ১২ মে বসুন্ধরা ক্লিনিকে গেলে দেখাযায়, ক্লিনিকটিতে ডাক্তার, নার্স কেউ নেই, সরঞ্জামাদী নিয়ে এবং সাইনবোর্ড খুলে লাপাত্তা হয়েছে বসুন্ধরা ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানকার কেয়ারটেকার আকবর আলী জানান, এটি ম্যাক্স ক্লিনিেিকর একটি শাখা ছিল। গত ২ মাস আগে বসুন্ধরা ক্লিনিক নামে চালু করে এবং ১১ মে রাতে সব সরঞ্জাসাদী নিয়ে কর্তৃপক্ষ চলে গেছে। এবিষয়ে শাজাহানপুরের বি-বøকে অবস্থিত ম্যাক্স ক্লিনিকের পরিচালক আবদুল মান্নানের নিকট জানতে চাইলে তিনি বলেন, বসুন্ধরা ক্লিনিকটি ম্যাক্সের কোন শাখা না। তবে কামাল এবং রউফ নামে দুইজন লোক ওই ক্লিনিক করেছিল বলে জানি। ম্যাক্স পরিচালক কমিটির আরেক সদস্য আবদুর রউফ জানান, বসুন্ধরা ক্লিনিকটি তাদেরই ম্যাক্স ক্লিনিক এর শাখা। তিনি আরও জানান, বগুড়া শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী সার্জন ডাক্তার সেলিমা খাতুন ওই সিজারটি করেছিলেন। এবিষয়ে জানার জন্য তার নিকট ফোন দিলে তিনি সিজার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিজারে কোন অসুবিধা হয়নি।

[৬] প্রতিবেশীরা জানান, এ ঘটনায় নিহতের স্বজনেরা ক্ষিপ্ত হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিলে সংবাদ পেয়ে বসুন্ধরা ক্লিনিক কর্তৃপক্ষের একজন রাতেই নিহতের বাড়িতে আসে। হাজির হয় জনপ্রতিনিধি সহ এলাকার টাউটরা। কয়েক ঘন্টা আলাপ আলোচনার পর তারা চলে যায়। এরপর বসুন্ধরা ক্লিনিকটির সকল সরঞ্জমাদী নিয়ে রাতেই লাপাত্তা হয় ডাক্তার নার্স আয়া ও কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে স্থানীয়দের কৌতুহলের শেষ নেই। তারা বলছে, সিজারে যদি কোন অসুবিধা না হয়ে থাকে তাহলে ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের বাড়ি গিয়ে কি আলোচনা করলো ? এরপর নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিয়ে আলোচনার পর থেমে গেল কি কারনে ? আবার সিজারে যদি কোন সমস্য না হয়ে থাকে বা ক্লিনিকটির ডাক্তার ভুল চিকিৎসা না করে থাকে, তাহলে সেখানকার ডাক্তার, নার্স এবং কর্তৃপক্ষ ওই দিনই রাতের আধারে সাইনবোর্ড খুলে সরঞ্জামাদী নিয়ে লাপাত্তা হলো কেন ? ফলে রহস্যে ভরা এই প্রশ্নবিদ্ধ ঘটনা মোড় নিয়েছে ট্রাজেডিতে।
এদিকে ক্লিনিকটি সম্পর্কে স্থানীয়রা জানান, প্রায় মাস দু‘য়েক আগে আলাউদ্দীনের অলৌকিক চেরাগের মত হঠাৎ করে গড়ে উঠে “বসুন্ধরা ক্লিনিক”। নিজস্ব দালাল ও এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করা হয় রোগী। সুবিশাল চাকচিক্য ভরা সাইনবোর্ড দৃষ্টি কাড়ে এলাকার জনসাধারনের। শুধু তাই নয়, মাইকিং ছাড়াও দালাল ও এজেন্টদের মাধ্যমে মনোমুগ্ধকর আধুনিক সুযোগ সুবিধা সম্বিলিত ক্লিনিকের প্রচারণা চালায় এলাকা জুড়ে। ফলে ভর্তি হতে থাকে রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়