শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬১ জন করোনা পজেটিভ

সুজন কৈরী: [২] তাদের মধ্যে একজন বাহিনীর উপ-মহাপরিচালক, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪জন অঙ্গীভ‚ত আনসার, ১ জন নারী আনসার ও ১ জন নার্সিং সহকারী। এছাড়া মারা গেছেন একজন।

[৩] মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষাবাহিনীরন উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্ত সদস্যদেরন মধ্যে ৫৮ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৬ জন অঙ্গীভ‚ত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত রয়েছে। এছাড়া বাকীদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন। শনাক্ত সদস্যদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩৪ জন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল, ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৫০ জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনায় বাহিনীর একজন সদস্য মারা গেছেন। সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম আব্দুল মজিদ। তিনি রাজধানীর ভাটারা থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১১জন সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়