শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাবিশ্বে কোভিড-১৯ এ মৃত ও আক্রান্তের সংখ্যা কমছে

মাহমুদুল আলম : [২] করোনাভাইরাসে সংক্রমিত রোগ কোভিড-১৯ এ মৃতের সংখ্যা গতদিনের চেয়ে বিশ্বব্যাপী আরও কমছে। এই রোগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন হাজার ২০০ বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ছাড়াল। এদিকে, আক্রান্তের সংখ্যাও গত দিনের তুলনায় কম বিশ্বজুড়ে। নতুন আক্রান্ত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ। ইনডিপেনডেন্ট টিভি

[৩] আগের দিনের তুলনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৯৮২ জনে দাঁড়িয়েছে। সোমবার একমাসের মধ্যে দেশটিতে সর্বনিম্ন মৃত্যু রেকর্ড করা হয়। সংক্রমণ রোধে হোয়াইট হাউজের কর্মকর্তাদের মাস্ক পরার নির্দেশ দেয়া হয়েছে।

[৪] অন্যদিকে ইউরোপের দেশগুলোতে মৃত ও আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে। যুক্তরাজ্যে ২১০, ইতালিতে ১৭৯, স্পেনে ১২৩ এবং ফ্রান্সে প্রাণ গেছে ২৬৩ জনের।

[৫] সংক্রমণ বাড়তে থাকলেও মঙ্গলবার থেকে ধাপে ধাপে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৫৬ জন নতুন শনাক্ত নিয়ে রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে রাশিয়া চতুর্থ স্থানে উঠে গেছে।

[৬] ইরানে সীমিত আকারে খুলে দেয়া হচ্ছে মসজিদ। ভারতে করোনায় আক্রান্ত ৭০ হাজার ছাড়িয়েছে। এদিকে দেশটিতে ১৭ মের পর যেসব এলাকায় সংক্রমণের হার বেশি রয়েছে সেসব এলাকায় লকডাউন আরো কঠোর করা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়