শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানী আরেকটি উহানে পরিণত হতে পারে !

লাইজুল ইসলাম : [২] মৃত্যু ও সংক্রমণের সংখ্যা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে। আর তাই যদি হয় তবে দেশের মানুষের কি অবস্থা হবে তা কেউ ধারণাও করতে পারবে না। তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে আমরা আগামী দিনগুলোতে কি করবো। এসব কথা বলেছেন চিকিৎসক ও বৈজ্ঞানিক কর্মকর্তারা।

[৩] রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুসতাক হোসাইন বলেন, রাজধানীতেই রোগির সংখ্যা বড়ছে। ক্রমান্বয়ে বড়লেও হতো। বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ঢাকার পর আছে নারায়ণগঞ্জ। এই মুহুর্তে নগরবাসীর যে নিয়মকানুন মানা উচিত ছিলো তা এখন আর হচ্ছে না।

[৪] ডা. মুসতাক বলেন, গ্রাফ হিসেব করলেও দেখবেন গত তিনদিন লাফ দিয়ে বেড়েছে সংক্রমণের সংখ্যা। এটা এখন শুধু রাজধানীর জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে। কারণ এমন ভাবে আর কোথাও হচ্ছে না। উহানে এমনই হয়েছিলো। চীনের আর কোথাও এমনটি হয়নি।

[৫] সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম বড়ুয়া বলেন, উহানের মত মৃত্যু হবে না এদেশে। তবে সংক্রমিত হতে পারে। এটা অবশ্যই আমাদের ভুলেই হবে। কারণ আমরা কোনো নিয়ম মানছি না। সংক্রমণ নিয়ে আমাদের মধ্যে চিন্তার কোনো ছাপ নেই।

[৬] ডা. উত্তম বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখনো উহান বা অ্যামেরিকার চাইতে ভালো আছে। মৃত্যুর হারও ২ শতাংশের নিচে। তাই এখনই মৃত্যু তাদেরমত না হলেও সংক্রমণ হতে পারে। এরপর মৃত্যুঝুঁকি বাড়তে পারে। তবে আমাদের তো যুব সমাজ সংক্রমিত বেশি। তাই মৃত্যু কমও হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়