শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা ও জননিরাপত্ত্বাকে অগ্রাধিকার দেবার দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

মনিরুল ইসলাম : [২] করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা ও জননিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

[৩] মঙ্গলবার পার্টির কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এই দাবি তুলে ধরা হয়। এ সময় রাজনৈতিক বিবেচনা পরিহার করে করোনা দুর্যোগ থেকে বেরিয়ে আসতে বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মতামত, পরামর্শ ও সুপারিশসমূহকে বিবেচনায় নেওয়া আহ্বান জানানো হয়।

[৪] অনলাইনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, শাহাদাৎ হোসেন খোকন, মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম সরদার, রইসউদ্দীন, খলিলুর রহমান, স্নিগ্ধা সুলতানা ইভা, ফিরোজ আহমেদ, অরবিন্দু বেপারী বিন্দু প্রমুখ।

[৫] বৈঠকে বলা হয়, দেশে করোনা সংক্রমণ যখন দ্রুত গতিতে বাড়ছে, তখন লকডাউন শিথিল করে দেওয়া নিজেদের পায়ে কুড়াল মারার সামিল। যারা এই পর্যায়ে প্রধানমন্ত্রীকে লকডাউন শিথিল করার পরামর্শ দিয়েছেন তারা বাস্তবে জনস্বাস্থ্যের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। আরো বলা হয়, এশিয়ার মধ্যে করোনা সংক্রমণের হার বাংলাদেশেই সবচেয়ে বেশী। অথচ দেশে করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থায় এখনও গুরুতর সমন্বয়হীনতা চলছে। যে কারণে করোনা আক্রান্ত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছেন।

[৬] বৈঠকে দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য ব্যবস্থার বেহাল পরিস্থিতির অবসান, অনিয়ম, দুর্নীতি ও দলবাজি বন্ধ করে দুই কোটি পরিবারের কাছে খাদ্য ও অর্থ পৌঁছানোর দাবি জানানো হয়। এছাড়া অগণতান্ত্রিক ডিজিটাল নিরাপত্তা গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়