শিরোনাম
◈ এবার শেখ মুজিবের সেই ভাস্কর্য ভাঙল ছাত্র-জনতা (ভিডিও) ◈ অ‌নেক ক‌ষ্টে ম্যানইউকে হারা‌লো ‌চেল‌সি, আ‌রেক ম‌্যাচে অ‌্যাস্টন ভিলার জয় ◈ যে কারণে আজ খোলা সরকারি অফিস ◈ ভারত কি ট্রাম্পকে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে?  ◈ ধারণার চেয়ে অনেক আগেই বিলীন হবে মহাবিশ্ব: ব্ল্যাকহোল বিশেষজ্ঞ ◈ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ আসামিকে খালাস ◈ আ‌মিরা‌তের বিরু‌দ্ধে প্রথম ম্যাচ আজ, সি‌রিজ জ‌য়ে আশাবাদী লিটন দাস ◈ ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প‌রিচালনা পর্ষদ‌কে অপসারণের নির্দেশ আদালতের ◈ ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে যুক্তরাষ্ট্রের চাপের ভূমিকা দাবি ট্রাম্পের, ভারত বল‌ছে অ‌যৌ‌ক্তিক ◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি: [২] বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহীতে সাধারণ মানুষের জ্বর-সর্দি ও কাশিসহ নানা রোগের চিকিৎসা সেবা, ফ্রি ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে সেনাবাহিনীর মেডিকেল টিম।

[৩] মঙ্গলবার (১২ মে) রাজশাহী নগরের পাঠানপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে এলাকার লোকজন গিয়ে চিকিৎসা সেবা নেন।

[৪] চিকিৎসা কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা জানিয়েছেন, বগুড়া ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে রাজশাহীতে সপ্তাহে একদিন সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন করে জ্বর-সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। এ ছাড়াও যারা জটিল রোগে আক্রান্ত তারা কোথায় কিভাবে চিকিৎসা নিতে পারবেন সে ব্যাপারে পরামর্শ দেয়া হয়। এছাড়াও চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের করোনাভাইরাস নিয়ে সচেতন করাসহ হাত ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে।

[৫] তারা জানান, কোভিড-১৯ সংক্রমণ হয়েছে কিনা, তা প্রাথমিকভাবে পরীক্ষা করছে সেনাবাহিনীর প্রশিক্ষিত মেডিকেল টিম। সামাজিক দূরত্ব নিশ্চিত রেখে প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করছেন। এরপর বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন সাধারণ মানুষকে।

[৬] এদিকে, সেনাবাহিনীর চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। তারা জানান, খবর পাওয়ার পর সেনাবাহিনীর মেডিকেল কেন্দ্রে তারা আসেন। জ্বর-সর্দি-কাশি থাকার কথা তাদেরকে বললে, তারা ভালভাবে দেখে চিকিৎসা দিয়েছে। সেই সাথে ওষুধও দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়