শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ড বাড়াতে বাংলাদেশ-উজবেকিস্থান ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত

সোহেল রহমান : [২] সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি’র সঙ্গে উজবেকিস্থানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার সারদোর উমর জাকোভ-এর এক ভিডিও কনফারেন্সে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

[৩] বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ভিডিও কনফারেন্সে উভয় দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, চলমান বিশ্বব্যাপী অর্থনৈকিত মন্দার ক্ষতি কাটিয়ে উঠতে ‘জয়েন্ট ওয়াকিং গ্রুপ’ গঠন এবং উজবেকিস্থানে টেক্সটাইল খাতের উন্নয়নে বাংলাদেশের টেক্সটাইল খাতের বিশেষজ্ঞদের উজবেকিস্থানকে সহায়তা প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

[৩] এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, উজবেকিস্থানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ আগ্রহী। তবে বাণিজ্য ক্ষেত্রে কিছু জটিলতা আছে। এমতাবস্থায় উভয় দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি ‘জয়েন্ট ওয়াকিং গ্রুপ’ গঠন করে বাণিজ্য জটিলতাগুলো চিহ্নিত করে তা সমাধান করা সম্ভব। এতে করে উভয় দেশের মধ্যে বিপুল বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে।

[৪] ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তুগীর গাজী, উজবেকিস্থানের ফরেন মিনিস্ট্রির ফাস্ট ডেপুটি মিনিস্টার ফারহদ আর্জিভ, ইনভেস্টমেন্ট এন্ড ফরেন ট্রেড মিনিস্ট্রির ফাস্ট ডেপুটি মিনিস্টার লাজিজ কুদ্রাতোভ, এবং উজবেকিস্থান টেক্সটাইল ইন্ডাস্ট্রি এ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান ইলখোম খাইদারোভ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়