শিরোনাম
◈ উপজেলায় প্রকাশ্যে ভোট দেয়ায় এমপি হাফিজ মল্লিককে ইসিতে তলব  ◈ লুর ঢাকা সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা এবং ভিসানীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আব্দুল্লাহ  ◈ মঙ্গলবার কলম্বো থেকে ঢাকা আসছেন ডোনাল্ড লু ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে র‌্যাব ও ভিসানীতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা অবৈধ: হাইকোর্ট  ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টংগীতে রাস্তায় অবৈধ দোকানপাট উচ্ছেদ

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: [২] টংগীর ঐতিহ্যবাহী পুরানো বাজারে ২০ বছর ধরে গড়ে উঠা সড়ক দখল করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে টংগী পূর্ব থানা পুলিশ। এসময় বাজারে রাস্তার উপর গড়ে উঠা প্রায় ১ হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

[৩] আজ সকাল ১১ থেকে ৩টা পর্যন্ত ৫ দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান শুরু হয়। গাজীপুর মেট্রো পলিটন পুলিশের সহকারী কমিশনার শাহাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় তার সাথে ছিলেন টংগী জোনের এসি থোয়াইওয়াং প্রু মারমা, টংগী পূর্ব থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

[৪] স্থানীরা জানান, গত ২০ বছর ধরে স্থানীয় প্রভাবশালী বাচ্চু ও দলীয় নেতা-কর্মীরা বাজারে চলাচলের রাস্তা দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। পুলিশের আজকের এই উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল মুক্ত হলো।

[৫] এব্যাপারে টংগী পূর্ব থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আমি এই থানায় যোগদানের পর থেকেই অবৈধ দোকানপাট উচ্ছেদ করে আসছি। গতকাল (সোমবার) আমি পুলিশ পাঠিয়ে টংগী বাজার হাজী মার্কেটের সামনে গড়ে উঠা অবৈধ ফলের মার্কেট উচ্ছেদের নির্দেশ দিলে। স্থানীয় কয়েকজন চাদা আদায়কারী পুলিশকে উচ্ছেদে বাধা প্রদান করে। এই ঘটনার পর আমি আমার উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আজকে পুরো বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করি। এই অবৈধ স্থাপনা গত ২০ বছরে ও কেউ উচ্ছেদ করতে পারেনি স্থানীয় প্রভাবের কারনে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়