শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টংগীতে রাস্তায় অবৈধ দোকানপাট উচ্ছেদ

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: [২] টংগীর ঐতিহ্যবাহী পুরানো বাজারে ২০ বছর ধরে গড়ে উঠা সড়ক দখল করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে টংগী পূর্ব থানা পুলিশ। এসময় বাজারে রাস্তার উপর গড়ে উঠা প্রায় ১ হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

[৩] আজ সকাল ১১ থেকে ৩টা পর্যন্ত ৫ দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান শুরু হয়। গাজীপুর মেট্রো পলিটন পুলিশের সহকারী কমিশনার শাহাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় তার সাথে ছিলেন টংগী জোনের এসি থোয়াইওয়াং প্রু মারমা, টংগী পূর্ব থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

[৪] স্থানীরা জানান, গত ২০ বছর ধরে স্থানীয় প্রভাবশালী বাচ্চু ও দলীয় নেতা-কর্মীরা বাজারে চলাচলের রাস্তা দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। পুলিশের আজকের এই উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল মুক্ত হলো।

[৫] এব্যাপারে টংগী পূর্ব থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আমি এই থানায় যোগদানের পর থেকেই অবৈধ দোকানপাট উচ্ছেদ করে আসছি। গতকাল (সোমবার) আমি পুলিশ পাঠিয়ে টংগী বাজার হাজী মার্কেটের সামনে গড়ে উঠা অবৈধ ফলের মার্কেট উচ্ছেদের নির্দেশ দিলে। স্থানীয় কয়েকজন চাদা আদায়কারী পুলিশকে উচ্ছেদে বাধা প্রদান করে। এই ঘটনার পর আমি আমার উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আজকে পুরো বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করি। এই অবৈধ স্থাপনা গত ২০ বছরে ও কেউ উচ্ছেদ করতে পারেনি স্থানীয় প্রভাবের কারনে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়