শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় ৫টি মার্কেটের এক মাসের ভাড়া মওকুফ করে ব্যবসায়ীদের পাশে দাড়ালেন মালিক

স্বপন দেব, মৌলভীবাজার: [২] মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনাভাইরাস কারণে চলমান লকাডউন ফলে বন্ধ রয়েছে সকল বিপণিবিতান। ব্যবসায়ীদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন তারা। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন মার্কেট মালিক মিজানুর রহমান খসরু। তিনি তাঁর পাঁচটি মার্কেটের একমাসের দোকান ভাড়া মওকুফ করে দিয়েছেন।

[৩] সোমবার (১১ মে) বিকেলে তিনি নিজের ফেসবুকে পাতায় এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন। এতে তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারির ফলে যেখানে বিশ্বের অর্থনৈতিক বাজার হুমকির মুখে সেখানে বড়লেখা বাজার তার ঊর্ধ্বে নয়। সেজন্য সকল ব্যবসায়ীর কথা মাথায় রেখে হাবিব মার্কেট, হাজী মোমোরিয়াল মার্কেট, আহমদ ম্যানশন, সাদমান ম্যানশন ও নাহার ম্যানশনের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দেওয়া হলো।’

[৪] মার্কেটের মালিক মিজানুর রহমান খসরু বলেন, করোনা ভাইরাসের কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি একমাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।

[৫] হাবিব মার্কেটের ব্যবসায়ী হোসাইন আহমদ বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ি আমরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। এতে আমাদের আয়-রোজগার বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের কথা বিবেচনা করে মার্কেট মালিক এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়ে আমাদেরকে অনেকটা ভাড় মুক্ত করলেন। তাঁর এ উদ্যোগ মানবিক মনের পরিচয় বহি: প্রকাশ। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়