শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ বিষয়ে মুখ খোলেননি মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] কারা মুক্তির দেড় মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গুলশানে ফিরোজায় দুই নেতার সঙ্গে এই সাক্ষাৎ হয়েছে। কিন্তু সাক্ষাৎ নিয়ে কোনো কথা বলেননি বিএনপি মহাসচিব। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

[৩] গত ২৫ মার্চ বিএমএমইউ হাসপাতাল থেকে মুক্তি পেয়ে বাসভবন ফিরোজায় উঠেন বিএনপি নেত্রী। ওই দিন রাতে বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা সাক্ষাৎ করেন নেত্রীর সঙ্গে। প্রায় দুই মাসের কাছাকাছি সময়ের মধ্যে কেবল মাত্র তার চিকিৎসক ও পরিবারের সদস্যরা দেখা করতে পেরেছেন। এরবাইরে দলের নেতাদের কারোর সঙ্গে সাক্ষাৎ দেননি তিনি।

[৪] জানা গেছে, সোমবার রাত ৯টায় বিএনপি মহাসচিব বাসভবন ফিরোজায় যান। সোয়া এক ঘণ্টাব্যাপী দুই নেতার মধ্যে বৈঠক হয়। বিএনপি মহাসচিব এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। খালেদা জিয়াও মহাসচিবের কুশলাদি জানতে চান। তবে খালেদা জিয়ার বাসভবন থেকে বের হয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো বক্তব্য দেননি বিএনপি মহাসচিব।

[৫] সূত্র জানায়, বতমান করোনা পরিস্থিতিতে দলের কর্মকাণ্ডের বিষয়ে খালেদা খোঁজ খবর করেন খালেদা জিয়া। বিএনপির নেয়া বিভিন্ন কর্মসূচির বিষয়ে বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের করোনা পরিস্থিতি, চিকিৎসাসহ দলের ত্রাণ তৎপরতার বিষয়ে জানান মির্জা ফখরুল। এছাড়া করোনার সার্বিক অবস্থা পর্যবেক্ষণে জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল গঠন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে প্রধান করে কমিটি করা এবং বিভাগ ও জেলা পর্যায়ে কমিটি গঠনের বিষয়ে খালেদা জিয়াকে অবহিত করেন মির্জা ফখরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়