শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন শেষে বা ঈদে ট্রেন চলবে কিনা এখনও জানে না রেল কর্তৃপক্ষ

আনিস তপন: [২] আগামী ১৬ মে শেষ হবে সরকারের সাধারণ ছুটির মেয়াদ। অথচ এরই মধ্যে রপ্তানিমুখি গার্মেন্ট শিল্পসহ সীমিত আকারে চালু হয়েছে জরুরি সেবার সঙ্গে যুক্ত শিল্প প্রতিষ্ঠান। ১০ মে থেকে সীমিত আকারে খুলে দেয়া হয়েছে শপিংমলসহ বিপনীবিতান। এতে পথে-ঘাটে লোক সমাগম বাড়ায় রাস্তায় নেমেছে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি অন্যান্য ছোট ছোট গণপরিবহন চলাচল বেড়েছে।

[৩] এমন অবস্থায় সরকারের ঘোষণা করা সাধারণ ছুটি শেষে ১৭ মে থেকে ট্রেন চলাচল শুরু হবে কি না? জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. শামসুজ্জামান এই প্রতিবেদককে বলেন, সরকার এখনও (দুপুর. ২.৩০ মি.) ট্রেন পরিচালনার জন্য কোনো নির্দেশনা পাঠায়নি। তবে যে কোনো সময় সারাদেশে ট্রেন চালানোর প্রয়োজন হতে পারে এমন বিবেচনায় প্রস্তুতি নিয়ে রেখেছে রেলওয়ে।

[৩] এরই মধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্টেশন যেগুলোতে লোক সমাগম বা যাত্রী বেশি সেসব স্টেশনে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিয়ে সামাজিক দুরত্ব নিশ্চিতের লক্ষ্যে মার্কিং (চিহ্ন) করা হচ্ছে।

[৪] ঈদে যাত্রী চাহিদা বেশি থাকে, তাই তখন বিশেষ ট্রেন চলবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, সরকারি নির্দেশনা পাওয়া মাত্র ট্রেন পরিচালনার প্রস্তুতি রেলের রয়েছে। তবে প্রস্তুতির সঙ্গে ট্রেন পরিচালনার কোনো সম্পর্ক নেই। রেল সরকারি সংস্থা তাই সব সময় সব রকম পরিস্থিতির বিষয়ে প্রস্তুতি থাকতে হয়।

[৫] রেল সূত্র মতে, গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও ২০ থেকে ২৫টি পণ্যবাহী ট্রেন কিন্তু চলছে। সারাদেশে রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থাও চালু রয়েছে। লেভেল ক্রসিংগুলোতে জনবল মোতায়েন রয়েছে। এসব ব্যবস্থাপনায় নিয়মিত পণ্যবাহী ট্রেন চলাচল করছে।

[৬] একারণে এখনই সরকার রেল সেবা চালানোর ঘোষণা দেয় তবে চালানো যাবে। পাশাপাশি জরুরি অবস্থা মোকাবেলায় সাধারণ ছুটির মধ্যেও রেলওয়ের সব কর্মকর্তা- কর্মচারী তাদের কর্মস্থলেই রয়েছে। কর্তৃপক্ষের এমন নির্দেশনা ছিল। তাই চাইলেই এখনই সব জনবল কাজে যোগ দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন।

[৭] মহাপরিচালক জানান, বৈশ্বিক মহামারী কোভিড -১৯ এর প্রেক্ষিতে লকডাউন অবস্থায় কৃষকের উৎপাদিত পণ্য, শাক-সবজি , খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে ঢাকা চট্টগ্রাম -ঢাকা, ঢাকা -দেওয়ানগঞ্জ -ঢাকা এবং খুলনা-ঢাকা- খুলনা রুটে তিনজোড়া পার্সেল স্পেশাল ট্রেন পরিচালনার উদ্যোগ নিলেও পরবর্তীতে চাষী ও স্টেক হোল্ডারদের চাহিদার প্রেক্ষিতে রুট পরিবর্তন করে এখন তা চট্টগ্রাম থেকে ভৈরব হয়ে জামালপুর রুটে, ভৈরব থেকে ঢাকা রুটে ও চট্টগ্রাম থেকে ঢাকা রুটে ভেজিটেবল পার্সেল ট্রেন পরিচালনা করছে রেলওয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়