শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা কালে মহাখালীর বাস টার্মিনালের সাত হাজার শ্রমিক দিন কাটাচ্ছে অর্ধঅনাহারে

বিপ্লব বিশ্বাস : [২]করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জুলাই মাসের ২৬ তারিখ থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ থাকায়, বন্ধ হয়ে আছে সড়ক পথের ৭০ লাখর শ্রমিকের রুটি-রুজি

[৩] কিন্তু এমন দুর্দিনে মালিক সমিতি কিংবা শ্রমিক সংগঠন কাউকেই পাশে না পাওয়ার অভিযোগ বেকার শ্রমিকদের। এমনকি শ্রমিক কল্যাণের নামে দেয়া চাঁদার অর্থও না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

[৪] জানা যায়, মহাখালী বাসটার্মিনাল থেকে ৫৪ রোডে গাড়ি চলাচল করে গড়ে প্রতিদিন তিনহাজার। শ্রমিক রয়েছে ৭ হাজার। করোনাকালে তাদের পাশে হাত বারিয়ে দেয়নি কেউ। ক্যাসিনো বিরোধি অভিযান এ তখন শ্রমিক দের কল্যাণ এর কথা বলে চাঁদা নেয়া হতো পার গাড়ি প্রতি ৮০০ টাকা করে। এরপর থেকে নয়া হয় ৪০০ টাকা করে। অথচ এই দু:সময়ে তাদের পাশে নেই কোন নেতা। অথচ ৩৮ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি এবং বতর্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান হিরুর নিজেরেই ওই রুটে গাড়ি রয়েছে ৩৮ টি । রয়েছে ২০ এর অধিক ফ্লাট, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালাঞ্চ। অথচ তারই শ্রমিকরা থাকে না খেয়ে।

[৫] অন্যদিকে মহাখালি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মালেকের ২০০৮ সালে একটি গাড়ি দিয়ে যার যাত্রা শুরু। তিনি এখন ৫০ এর অধিক গাড়ি। রয়েছে ২০ এর অধিক নামে বেনামে ফ্লাট বাড়ি। তার শ্রমিকরা দিন কাটছে আনাহারে। অথচ শ্রমিকদের ঘারে পা রেখেই। তারা এতো অর্থ সম্পদের মালিক। করোনাকালে এই সব শ্রমিক ও মালিক নেতাদের পাশে না পেয়ে অনেক শ্রমিকই ক্ষোভ প্রকাশ করেন।

[৬] এ ব্যপারে কল্যাণ ফান্ডের অর্থ নিয়ে কোথাও কোথাও অনিয়ম হওয়ার কথা স্বীকার করে শাজাহান খান বলেন, কোনো কোনো জায়গায় এ ব্যত্যয় ঘটেছে। তবে অধিকাংশ জায়গায় এ কল্যাণ তহবিলের টাকাই যাচ্ছে। কল্যাণ তহবিলের টাকাটা কিন্ত সবই থাকে না। কারণ যেসব শ্রমিক মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্ট করে, তাদের পরিবারের জন্য এসব দেয়া হয়।

[৭] করোনায় লকডাউনের কারণে মোট পরিবহন ব্যবস্থার মাত্র ২ থেকে ৩ শতাংশ কাজ করছে। নজিরবিহীন এ পরিবহন সংকটে প্রতিদিন ৫শ’ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়