শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরো ১২২ পুলিশ, সুস্থ হয়েছেন ১৩৩

সুজন কৈরী ও মাসুদ আলম :  [২] গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ জন পুলিশ সদস্য করোনা পজেটিভ হয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত করোনায় ৭ জন পুলিশ সদস্য মারা গেছেন। করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৮ জন।

[৩] সোমবার পর্যন্ত পুলিশে মোট করোনা শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৫৬ জন। রোববার ছিল ১ হাজার ৫৯৪। যার সংখ্যা শনিবার ছিল ১ হাজার ৫০৯ ও আর শুক্রবার ছিল ১ হাজার ৪২৯।

[৪] মঙ্গলবার দুপুরে সর্বশেষ আপডেট অনুযায়ী সংশ্লিষ্টরা জানান, শনাক্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮৬৫ জন রয়েছেন। যার সংখ্যা সোমবার ছিল ৮১০ এবং রোববার ছিল ৭৪৫। যাদের অধিকাংশই মাঠপর্যায়ে কাজ করেন।

[৫] পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য অনুযায়ী, করোনা শনাক্ত সন্দেহে ১ হাজার ১৫৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ৪ হাজার ৯৬১ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৬] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা পজেটিভ পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয়সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালেও করোনা পজেটিভ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়