শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে কৃষক লীগ নেতা বাবুলের নেতৃত্বে ধান কাটা কর্মসূচী

ওমর ফয়সাল : ‘‘কৃষক বাঁচাও - দেশ বাঁচাও’’ এ স্লোগানকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (এমপি)’র ঘোষিত কর্মস‚চি বাস্তবায়নে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মোতাহের হোসেন বাবুল এর নেতৃত্বে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে ধান কাটা কর্মস‚চী অনুষ্ঠিত হয়েছে।

[৩] রোববার ১০মে স্থানীয় বর্গা চাষি আলী আকবরের ৭০ শতাংশ পাকা ধান কাটা কর্মস‚চীতে উপজেলা কৃষক লীগের সভাপতি মুহাম্মদ ন‚র হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, উপ-প্রচার সম্পাদক মুহাম্মদ তারেক, বক্তপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আবু মোহাম্মদ আলমগীর, রোসাংগিরি ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা কৃষক লীগ সদস্য মুহাম্মদ দুলাল খাঁনসহ কৃষক লীগের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

[৪] কৃষক লীগ নেতা মোতাহের হোসেন বাবুল বলেন, রোসাংগিরি ইউনিয়ন ৪নং ওর্য়াডের মেহনতি কৃষক বর্গা চাষি আলী আকবর এর ৭০ শতাংশ ধান পেকে যায়। কিন্তু শ্রমিক সংকটের কারণে তা ঘরে তুলতে পারছিলেন না। উপজেলা কৃষক লীগের সাংগঠনিক-সম্পাদক গোলাম মাওলার নিকট এ খবর জানতে পেরে ওই কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিই। গতকাল ( রোববার) নেতাকর্মীদের সাথে নিয়ে তার মাঠের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছি। এ ধান কাটা কর্মস‚চী অব্যাহত থাকবে বলে জানান কৃষক লীগ নেতা বাবুল।

[৫] উল্লেখ্য, এর আগেও সাবেক ছাত্রনেতা বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন বাবুলের নেতৃত্বে উপজেলার মাইজভান্ডার, দমদমা, নানুপুর, রোসাংগিরি, কাঞ্চননগর এলাকায় স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকদের সহযোগীতা করেন কৃষক লীগের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়