শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ঈদের কেনাকাটার ৮০ ভাগ হবে অনলাইনে

মাজহারুল ইসলাম : [২] প্রতিবছর ঈদের আগে ফুটপাত থেকে শুরু করে শপিংমলের দোকানগুলোতে বেচাকেনা জমে ওঠলেও এবার করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। ব্যবসা সংশ্লিষ্টরা মনে করছেন, এবার ঈদের কেনাকাটা জমবে অনলাইনে। মোট কেনাকাটার ৮০ ভাগের বেশি অনলাইন থেকেই হবে।

[৩] সংক্রমণের ঝুঁকি ছাড়াই পছন্দের পণ্য পাবেন ক্রেতারা। ফ্যাশন হাউজগুলো বলছে, অনলাইন কেনাকাটায় ক্রেতা-বিক্রেতা দু’পক্ষই উপকৃত হবেন। আর অর্থনীতিবিদরা বলছেন, অনলাইন কেনাকাটায় সচল থাকবে অর্থনীতির চাকা, ঘুরে দাড়াঁবার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। করোনা সঙ্কটে পাল্টে গেছে মানুষের জীবনযাত্রা। সামাজিক নানা বিধি-নিষেধে অনেকটা বন্দি জীবন কাটছে নগরবাসীর।

[৪] ই-কমার্স প্ল্যাটফর্ম ও মার্কেটপ্লেস ইভ্যালি (www.evaly.com.bd) ঈদ উপলক্ষে ইভ্যালি ‘ফ্যাশন এক্সপ্রেস’ নামের একটি সেবা চালু করেছে। এখানে যেকোনও ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের বিক্রেতা তার একটি এক্সপ্রেস শপ খুলতে পারবেন। তারপর সেই এক্সপ্রেস শপের মাধ্যমে তার পণ্য বিক্রি করতে পারবেন। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, নামিদামি ব্র্যান্ডের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা এফ-কমার্সভিত্তিক উদ্যোক্তারা এখানে এক্সপ্রেস শপ খোলার মাধ্যমে ইভ্যালির ২০ লাখের বেশি  গ্রাহকের কাছে তাদের পণ্য বিক্রির সুযোগ পাবেন। এটা শুধু গ্রাহকদের জন্যই নয়, বরং ব্যবসায়ীদের জন্যও একটি সুযোগ।

[৫] প্রিয় শপের প্রধান নির্বাহী আশিকুল আলম খান বলেন, ‘প্রিয়শপ ডট কম (www.priyoshop.com) গ্রাহককেন্দ্রিক ই-কমার্স প্ল্যাটফর্ম। তাই এই সংকটকালে গ্রাহকদের যেন ঘরের বাইরে বের হতে না হয়, সেজন্য আমাদের টিম কাজ করছে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে।

[৬] ফ্যাশন হাউজ আড়ং তাদের আউটলেটে কেনাকাটা করতে আসার আগে প্রতিষ্ঠানটির নির্দেশনা জেনে আসতে বলেছে। এরমধ্যে অন্যতম হলো টাইম স্লট। ক্রেতাকে আগে টাইম স্লট বুকিং দিয়ে আউটলেটে যেতে হবে। এজন্য প্রথমে লগইন করতে হবে আড়ংয়ের ওয়েবসাইটে (www.aarong.com। সাইটে গিয়ে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে টাইম স্লট (ক্রেতার শপিংয়ের তারিখ ও সময়) বুক করতে হবে। এরপর মোবাইলে মেসেজ পাঠিয়ে আড়ং কর্তৃপক্ষ জানিয়ে দেবে ক্রেতা কখন শপিংয়ে যাবেন। নির্ধারিত তারিখে নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে উল্লেখ করে দেওয়া আউটলেটে হাজির হতে হবে। আউটলেটে প্রবেশের আগে মোবাইলের মেসেজ দেখাতে হবে। তবেই প্রবেশ করা যাবে আউটলেটে। ১০ মে থেকে আড়ংয়ের নির্ধারিত কয়েকটি আউটলেট চালু হবে।

[৭] ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে মানুষের ক্রয়ক্ষমতা আগের চেয়ে কমেছে। তারপরও ঈদে অনেকে কোনাকাটা করতে চাবেন। তবে এবার দোকানে এসে কেনাকাটার চেয়ে অনলাইনে কেনাকাটা প্রাধান্য বেশি হবে।

[৮] ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) জানিয়েছে, অনলাইনে অর্ডার হওয়া পণ্যগুলো ক্রেতাদের কাছে পৌঁছে দিতে রাত ১০টা পর্যন্ত ডেলিভারি ম্যানদের কাজ করার সুযোগ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পণ্য অর্ডার ও ডেলিভারি যেন দ্রুত হয় সে বিষয়ে বিক্রেতাদের পরামর্শ দেয়া হয়েছে। স্টক না থাকলে অর্ডার না নিতে বলা হয়েছে।

[৯] ই-ক্যাবের নির্বাহী সদস্য (ব্র্যান্ডিং, মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া) জাফরিন ইসলাম জেনি বলেন, চারপাশের খবরগুলো দেখে ব্যবসা করার মতো মানসিকতা এখন নেই। এ সময়ে ডেলিভারিম্যানদের আসা-যাওয়াও আমার কাছে সেফ মনে হয় না। কারণ, একটা ড্রেস বা পার্সেল যে অন্য জায়গা থেকে আসবে, সেটা কতখানি নিরাপদ যে, আমি আমার বাসায় ঢুকাবো।

[১০] এছাড়াও আগে যারা অফলাইনে অর্থাৎ শপিং মলে বা বিভিন্ন মার্কেটে কাপড়, জুতা ইত্যাদি বিক্রি করতেন তাদেরকে অনলাইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে ই-ক্যাব। রাইজিংবিডি,বাংলাভিশন, বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়