শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় বেকারত্বের ঝুঁকিতে দুই কোটি মানুষ

মাহমুদুল আলম : [২] করোনা মহামারিতে  লকডাউনের কারণে ইউরোপ-আমেরিকার দেশগুলোর মতো বাংলাদেশেও বাড়তে পারে বেকারত্ব। অর্থনৈতিক স্থবিরতায় কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে আছে দেশের সেবা ও শিল্প খাতের প্রায় দুই কোটি কর্মী। এতে হুমকির মুখে পড়তে পারে অর্থনীতি।

[৩] তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কর্মীদের কাজে যোগদানের ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। আর সুরক্ষা নিশ্চিতে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

[৪] করোনার সংক্রমন ঠোকাতে গেল ২৫ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটির পাশাপাশি চলছে অঘোষিত লকডাউন। বন্ধ আছে গণ পরিবহন।

[৫] প্রতিষ্ঠান বন্ধ থাকায় আয় বন্ধ, তাই খরচ কমাতে বাধ্য হয়ে কর্মী ছাটাইয়ের কথা ভাবছেন অনেকে। চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন অনেক কর্মী, বিশেষ করে অনানুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীরা।

[৬]বিআইডিএস সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ বলেন, করোনায় অনানুষ্ঠানিক কর্মীরাই সবচেয়ে বেশি কাজ হারানোর ঝুঁকিতে আছেন। শিল্পখাতে ৯০ শতাংশ আর সেবাখাতে ৭২ শতাংশ মিলিয়ে প্রায় ২ কোটি কর্মী আছেন এই ঝুঁকিতে।

[৭]পরিসংখ্যান ব্যুরোর মতে, দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার। এদের মধ্যে শিক্ষিত ও অর্ধশিক্ষিত ২৩ লাখ ৭৭ হাজার, আর অশিক্ষিত ৩ লাখ।

[৮]তবে এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এ ম এ মান্নান জানিয়েছেন আশার কথা। খেটে খাওয়া মানুষগুলো যাতে স্বাস্থ্য ঝুঁকিহীনভাবে কাজে যোগ দিতে পারেন, এজন্য এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়