শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] “আপনারা সব সময় বাংলার সমালোচনা কেন করেন”, মোদিকে প্রশ্ন মমতার

ইয়াসিন আরাফাত : [২] ভারতের প্রধানমন্ত্রী মোদির সামনেই সোমবার কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন লকডাউনের ভবিষ্যত কি হবে তা নির্ধারন করতে ভার্চুয়াল বৈঠকে বসেন নরেন্দ্র মোদি আর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা। স্থানীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হওয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরাও। এনডি টিভি, কোলকাতা ২৪, এই সময়

[৩] বৈঠকেই কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, "এটা রাজনীতি করার সময় নয়। কেউ আমাদের মতামত জানতে চাইছে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙবেন না।" এমনকি, চিত্রনাট্যের অপর ভর করে পরিকল্পনা রুপায়ন করছে কেন্দ্র।

[৪] জানা গিয়েছে, ধাপে ধাপে লকডাউন তোলা, পরিযায়ী শ্রমিক সমস্যা ও অর্থনীতিকে ছন্দে ফেরানো সংক্রান্ত একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে এই বৈঠকে। দেশব্যাপী লকডাউন লাগু হওয়ার পর এটা পঞ্চম বৈঠক।

[৫] এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তার প্রশ্ন ছিলো, "আমরা যখন আপনাদের সহযোগিতা করছি তাহলে আমাদের উপর সর্বদা আক্রমণ কেন? কেন সবসময় বেঙ্গল, বেঙ্গল, বেঙ্গল? কেন এত সমালোচনা?" ইতিমধ্যে গত মাসে কেন্দ্রীয় পরিদর্শক দলের বাংলা সফর ঘিরে উত্তপ্ত হয়েছিল কেন্দ্র-রাজ্যের পরিস্থিতি। একইভাবে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়েও দ্বন্দ চরমে।

[৬] এদিকে, গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩টি হটস্পট রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গকে তালিকাভুক্ত করেছিল। মোট ১০টি রাজ্যের সংক্রমণ কেন্দ্রকে উদ্বেগে রেখেছে। এমনটাই দাবি করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তার প্রস্তাব ছিল, প্রয়োজনে সেই ১০ টি রাজ্যে কেন্দ্রীয় চিকিৎসক দল পাঠাতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজ্যগুলোর মেডিক্যাল সেবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়