শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মানতে হবে [২] সংক্রমণের সংখ্যা বাড়বে, ভয়ঙ্কর সময়ের দিকে এগিয়ে যাচ্ছে দেশ

লাইজুল ইসলাম: [৩] করোনায় সংক্রমিতের হার বাড়ছেই। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন লাফিয়ে লফিয়ে বেড়ে চলেছে সংক্রমিতদের সংখ্যা। এর সঙ্গে মৃত্যুও বাড়ছে। করোনা টেস্টের সংখ্যা যত বাড়বে, ততটাই বাড়বে সংক্রমিতের সংখ্যা এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।

[৪] রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্ত ডা. এএসএম আলমগীর জানান, এই মুহুর্তে অনেক রোগি ধরা পরছে। আশা করছি এই সময়টা দ্রুত শেষ হয়ে যাবে। এটা যখনই কমতে শুরু করবে তখনই বুঝে নিতে হবে সংক্রমনের পিক সময়টা আমরা পার করেছি। কিন্তু এখনো বোঝা যাচ্ছে না।

[৫] ডা. আলমগীর বলেন, আরো একটি সমস্যা আমাদের সামনে এসে হাজির হয়েছে। সেটি হচ্ছে রোগ আছে কিন্তু লক্ষণ নাই। এমন মানুষ প্রচুর আমাদের চারপাশ দিয়ে ঘুরছে। এতে অবস্য আমাদের কিছু করার নেই। তাই সবাইকে মাস্ক, গ্লাভস পরতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।

[৬] আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুসতাক হোসাইন বলেন, যেভাবে সংক্রমনের সংখ্যা বাড়ছে তাতে এই মাসটা হবে আমাদের জন্য ভয়ঙ্কর। যেভাবে ধীরে ধীরে বাড়ছিলো ঠিক ছিলো। একটা সময় গিয়ে কমতে থাকতো। কিন্তু এখন যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা খুব খারাপ লক্ষণ ইঙ্গিত করছে।

[৭] ডা. মুসতাক বলেন, এই সপ্তাহে যেভাবে বেড়েছে তা দেখে আমরা কিছুটা সংকিত। এখন প্রতিটি দিন ও সপ্তাহ আমাদের জন্য চিন্তার। এমন ভাবে সংক্রমিতের কথা ভাবা হয়নি। হঠাৎ সব কিছু খোলা থাকার কারণে এমন হোলো কিনা তাও চিন্তার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়