শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দরিদ্র কৃষক সানা নাথের স্বপ্ন ভংগ

আজিজুল ইসলাম,বাঘারপাড়া (যশোর) : [২] বজ্রপাতের আগুনে এক হতদরিদ্র কৃষকের ধান পুড় ছাই হয়ে গেছে। রোববার রাতে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় কৃষক সঞ্জয় ওরফে সানা দেবনাথের লিজ নেয়া জমিতে কেটে রাখা ১৬ কাঠা জমির ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ওই দরিদ্র কৃষক। ঘটনাটি ঘটেছে যশারের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের জামালপুরে। ক্ষতিগ্রস্থ কৃষক পাশ্ববর্তী ঘোষনগর গ্রামের বাসিন্দা।

[৩] কৃষক সঞ্জয় ওরফে সানা দেবনাথ জানান,তার কোন নিজস্ব জমি নেই। এলাকার গোসাই নাথ নামে এক ব্যক্তির কাছ থেকে একবিঘা জমি লিজ নিয়ে ১৬ কাঠা জমিতে জিরা মিনিকেট ধানের আবাদ করেছিলেন। এতে তার খরচ হয়েছিল ১২ থেকে ১৩ হাজার টাকা। কিন্ত রোববার রাত সাড়ে ৯ টার দিকে ঝড়োহাওয়ার সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। জমিতই কেটে গাদা করে রাখা সম্পূর্ণ ধান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় চার সদস্যের সংসার নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছেন কৃষক সঞ্জয় নাথ। কাঁন্নায় ভেঙ্গে পড়েন তিনি।

[৪] ইউপি সদস্য সাদিকুর রহমান বলেন,‘ কৃষক সানা নাথ (সঞ্জয় দবনাথ) একজন দরিদ্র কৃষক। মানুষের জমি লিজ নিয়ে চাষাবাদ করে সংসার চালান তিনি। বাকিটা সময় বিভিন্ন হাটে মৌসুমী ফল বিক্রি করেন।
জানতে চাইলে সথানীয় বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার সোমবার দুপুর প ২ টায় জানান,‘ এ বিষয়ে তাকে কেউ জানায়নি। তবে তিনি খোজ নিবেন বলে জানান।
উপজলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন,‘এ বিষয়ে আমি খোজখবর নিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তা কে সেখানে পাঠানো হয়েছে । বজ্রপাতের তীব্রতা বেশী হওয়ায় গাদা করে রাখা ধান পুড়ে গেছে বলে ধারনা করা হচ্ছে’।

[৫] এদিকে ক্ষতিগ্রস্থ ওই কৃষকের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ সংঘ’। সংগঠনের সদস্যরা ঘটনাসথলে ছুটে গিয়ে কৃষক সঞ্জয় ওরফে সানা দেবনাথকে সান্ত্বনা দেন। এ সময় আর্থিক সহায়তা প্রদান করেন তারা। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়