শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা মহানগর ও সদরে ৮১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য-ইফতার সামগ্রী বিতরণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মহানগরীর ২৭ টি ওয়ার্ড ও সদরের ৬টি ইউনিয়নে ৮ হাজার ১ শত অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য-ইফতার সামগ্রী বিতরণ করেছেন এফবিসিসিআইয়ের পরিচালক, কুমিল্লা চেম্বারস অব কমার্সের সভাপতি ও কুমিল্লা জেলা দক্ষিণ আ’লীগের সাবেক সদস্য মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি।
সোমবার (১১ মে) সকালে অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রথম দফার এ খাদ্য বিতরণ কর্মসূচী সমাপ্ত হয়। প্রতি প্যাকেটে দেয়া হয়েছে ৫ কেজি চাল, ২ কেডি ডাল, ২ কেজি আলু, ১ টা সাবান, এক কেজি পেয়াজ, ১ কেজি মুড়ি, এক লিটার তেল।

মাসুদ পারভেজ খান ইমরান জানান, সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমাদের কুমিল্লায়ও করোনা ছড়িয়ে পড়েছে । করোনার বিস্তার রোধে কুমিল্লা লকডাউন করা হয়েছে । ফলে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, রিকসাচালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ । স্বাধীনতার মহান স্থপতি , হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা মানবতার মাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের এই দু:সময়ে দলীয় নেতাকর্মীদের ভূমিকা রাখতে নির্দেশ দিয়েছেন।

আমরা সেই নির্দেশনা অনুসরণ করে গত ১৫ এপ্রিল থেকে কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডে ১ শত প্যাকেট করে ২৭০০ প্যাকেট খাদ্য-ইফতার সামগ্রী উপহার দিয়েছি। এছাড়া সদরের ৬টি ইউনিয়নে ( প্রত্যেক ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১ শত করে প্যাকেট) ৯ শত প্যাকেট করে ৫ হাজার ৪ শত প্যাকেট দিয়েছে। সোমবার সকালে এই প্রথম দফা সমাপ্ত করলাম। কিছুদিন পর ঈদের পূর্বে আরেক দফা খাদ্য উপহার অসহায় মানুষের কাছে পৌছে দিবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়