শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় দেশে কুইক টেষ্টিং জরুরী হয়ে উঠেছে : জিএম কাদের

শাহীন খন্দকার : [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দ্রুততম সময়ে পরীক্ষা-নিরিক্ষা সম্পন্ন হলে, রোগীর চিকিৎসায় চিকিৎসকরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।

[৩] সকালে এক ভিডিও বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরমর্শ অনুযায়ী যে পদ্ধতীতে করোনা ভাইরসের টেষ্ট করা হচ্ছে তা শতভাগ সঠিক ফলাফল দিচ্ছে না। নমুনা সংগ্রহ থেকে বিভিন্ন কারনেই সঠিক ফলাফল আসছে না। সে ক্ষেত্রে কুইক টেষ্টিং হলে পরীক্ষার ফলাফল ভালো হবে।

[৪] এ প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশে উদ্ভাবিত পদ্ধতীতে করোনা পরীক্ষা করা যেতে পারে। অথবা বিদেশ থেকে আমদানী করে হলেও কুইক টেষ্টিং এর ব্যবস্থা করতে হবে।

[৫] তিনি চলমান পরীক্ষা-নিরিক্ষার সমালোচনা করে বলেন, টেষ্ট করতে তিন দিন সময় লাগে আর রেজাল্ট পেতে সময় লাগে আরো সাত দিন। দেখা যায় দশ দিনে রোগী মারা যাচ্ছে। তাই দ্রুততম সময়ে পরীক্ষা নিরিক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার বিকল্প নেই।

[৬] জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, করোনা মোকাবেলায় আরো বেশি চিকিৎসক, নার্স নিয়োগ দিতে হবে। করোনা চিকিৎসায় আরো বেশি হাসপাতাল নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে বেসরকারী খাতকে আরো উৎসাহ দিতে হবে। প্রয়োজনে করোনা চিকিৎসায় বেসরকারী খাতকে প্রনোদনা দিতে হবে সরকারের পক্ষ থেকে।

[৭] তিনি বলেন, আমাদের দেশ বিশ্বের সব চেয়ে ঘনবসতী পূর্ণ একটি দেশ। ভারতে চেয়ে ৩ গুন এবং চীনের চেয়ে ৮ গুন বেশি ঘনবসতী আমাদের দেশে। আবার একটি ঘরে ৮ থেকে ১০ জন বসবাস করে। তারা একটি বাথরুম ব্যবহার করে এমন বাস্তবতায় আইসোলেসন পুরোপুরি কঠিন বিষয়। এমন অবস্থায় ভাইরাস ছড়াবে আবার চিকিৎসায় রোগীরা সুস্থ্য হয়ে উঠবে।

[৮] তিনি আরো বলেন, সরকার লকডাউনকে সীমিত করেছে এটা সঠিক সিদ্ধান্ত। কারণ দেশের ৫ কোটি খেটে খাওয়া মানুষকে তিন বেলা খাবার ও অসুধ পত্র দিয়ে লকডাউন সফল করা সম্ভব নয়। সীমিত সম্পদের দেশে পরোপুরি লকডাউন সফল হবে না।

[৯] তিনি বলেন আমাদের দেশের মানুষ জীবিকার জন্য নৌকা চড়ে সাগর পাড়ি দেয়। জীবিকার জন্য তারা বন-জঙ্গল এবং মরুভূমি পাড়ি দেয় জীবনের ঝুঁকি নিয়ে। তাই জীবিকার বিষয়টি অত্যান্ত গুরুত্বপূর্ণ। লকডাউনে দেশের খেতে খাওয়া মানুষ গুলো কর্মহীনতায় অনাহারে-অর্ধাহারে আছে। তাই সরকার লকডাউন সিথিল করে যে সিদ্ধান্ত নিয়েছে তা সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছি।

[১০] করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তা যথাযথ বলেও মনে করছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়