শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে প্রতারক চক্রের এক সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার

ইসমাঈল হুসাইন ইমু, মাসুদ আলম : [২] গত ৩০ এপ্রিল মুক্তার হোসেন নামের এক ব্যক্তির মোবাইলে তারেক নামের একজন ফোন করে বলে, আপনার নামে সিরিয়া থেকে কিছু উপহার সামগ্রী বাংলাদেশ বিমান বন্দরে এসেছে। উক্ত উপহার সামগ্রী কাষ্টমস ডিউটি ও অন্যান্য খরচ বাবদ ৭৫ হাজার টাকা জরুরী ভিত্তিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বারিধারা শাখায় দিতে হবে। মুক্তারের বিশ্বস্ততা অর্জন করতে একটি কার্টুন এবং কুরিয়ার সার্ভিসের রশিদের ছবি তার মোবাইলের ওয়াটস এ্যাপে পাঠায়। সে সরল বিশ্বাসে নিউমার্কেট ইসলামী বাংকের শাখা থেকে ওই এ্যাকাউন্টে ৭৫ হাজার টাকা জমা দেয়।

[৩] পরে তারেক উপহার সামগ্রী না পাঠিয়ে আরো ১ হাজার ৮০ হাজার টাকা পাঠাতে বলে, না পাঠালে প্রাণ নাশের হুমকি দেয়। তখন মুক্তার প্রতরণার ফাঁদে পরেছে বুঝতে পেরে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করে পাশাপাশি র‌্যাবের কার্যালয়ে অভিযোগ করে।

[৪] এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল রোববার রাত সাড়ে ১১টার দিকে ভাটারা থানা এলাকা থেকে প্রতারক চক্রের সক্রিয় সদস্য তারেককে প্রতারনার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই, ১ভিসা কার্ড, ২টি মোবাইলসহ আটক করে।

[৫] জিজ্ঞাসাবাদে তারেক জানায়, তার সহযোগী প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন এলাকার সাধারণ সহজ সরল লোকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও মোবাইল ব্যবহার করে বিভিন্ন কৌশলে টাকা দাবী করে। আশানুরুপ টাকা না পেলে প্রাণ নাশের হুমকি প্রদান করে। তারেকের নামে বিভিন্ন ব্যাংকে একাধিক এ্যাকাউন্ট রয়েছে যার মাধ্যমে ভুক্তভোগিদের কাছ থেকে টাকা আদায় করে থাকে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়