শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট নেই করোনা পরীক্ষায়

রাজু আলাউদ্দিন : [২] করোনা মোকাবিলায় পরীক্ষার বিকল্প নেই। তাই প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ। যাদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টদের। মেডিকেল টেকনোলজিস্টদের সংকট সমাধানে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
[৩] দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। যত বেশি টেস্ট হচ্ছে তত বেশি শনাক্তও হচ্ছেন করোনা রোগী। প্রতিদিনই করোনার উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে আসছেন মানুষ। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট সীমিত থাকায়, হিমশিম খেতে হচ্ছে তাদের।
[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন চিকিৎসকের বিপরীতে ৩ জন নার্স ও ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। সে হিসেবে আমাদের দেশে সাড়ে ৩ লাখ মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন।
[৫] মাহবুবুর রহমান বলেন, মেডিলেক টেকনোলজিস্ট স্বল্পতার কারণে আমরা বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় হিমশিম খাচ্ছি।
[৬] ডা. এ কে এম শামসুজ্জামান তোষার বলেন, মেডিলেক টেকনোলজিস্ট আমাদের যা আছে , তা কাজে লাগানো প্রয়োজন। আরো যে সংকট আছে সেটা মোকাবেলায় সরকারে অনেক কর্মসূচির মধ্যে একটা হওয়া উচিত। স্বাস্থ্য অধিদফতর বলছে, সমস্যা সমাধানে মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন।
[৭] স্বাস্থ্য অধিদফতর পরিচালক ড. বেলাল বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা জরুরিভিত্তিতে অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগের জন্য মন্ত্রণালয়ে একটা প্রপোজাল পাঠিয়েছিলাম।
[৮] টিকাদান কর্মসূচির স্বাস্থ্য কর্মীদের এক দিনের প্রশিক্ষণ দিয়ে করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদফতর। যদিও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দক্ষ কর্মী দিয়ে টেস্ট করানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সময় টিভি
  • সর্বশেষ
  • জনপ্রিয়