শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ মে, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ১১ মে, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইজারে গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

সিরাজুল ইসলাম: [২] দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি এলাকায় কয়েকটি গ্রামে শনিবার এ হামলা হয়। গভর্নর ইব্রাহিম তিদজানি কাচেলা রোববার রেডিওতে এ তথ্য জানান। রয়টার্স

[৩] তিদজানি বলেন, হামলাকারীরা মোটরসাইকেলে এসেছিলো। এর চেয়ে বেশি কিছু তিনি বলেননি।

[৪] নাইজার, বুরকিনা ফাসো ও মালির সীমান্ত এলাকা হলো তিলাবেরি। এলাকাটি লিপটাকো গৌরমা নামে পরিচিত। সেখানে আল-কায়েদা ও ইসলামিক স্টেট সম্পৃক্ত জঙ্গিদের শক্ত অবস্থান রয়েছে। আরিদ সাহিল এলাকায় আইনের শাসন নেই বললেই চলে।

[৫] ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশ এবং ফ্রান্স সেখানে টাস্ক ফোর্স গঠন করেছে। তারা মালি ও নাইজারে অস্ত্রধারীদের বিরুদ্ধে সংগ্রাম করছে।

[৬] এদিকে মালির বোম্বা শহরে সামরিক ঘাঁটিতে হামলায় কমপক্ষে ২৫ সেনা নিহত হয়েছে। সোমবার সকালে এ হামলা হয়। আলজাজিরা

[৭] ওই শহরের এক বাসিন্দা জানান, রোববার থেকে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তাদের এলাকা ঘুরে দেখছিলেন। তারা অন্তত ২৩টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। হামলাকারীরা ঘাঁটিটি উড়িয়ে দিয়েছে। অস্ত্রশস্ত্র তারা নিয়ে গেছে। তবে কোন বেসামরিক লোক আহতও হয়নি।

[৮] কোনও সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ২০১২ সাল থেকে মালি অগ্নিগর্ভে পরিণত হয়েছে। প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাঁসো থেকে সেখানে সন্ত্রাসীরা আস্তানা গেড়েছে। দেশটিতে কয়েকটি জঙ্গিগোষ্ঠী তৎপর রয়েছে। গত বছর ওই তিনটি দেশে সন্ত্রাসী হামলায় অন্তত ৪ হাজার মানুষ নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়