শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় দেউলিয়া এভিয়ানকা এয়ারলাইন

মুসা আহমেদ: [২] করোনা মহামারির কারণে চরম আর্থিক ধসে দেউলিয়া হয়েছে কলাম্বিয়ার বিমান প্রতিষ্ঠান এভিয়ানকা এয়ারলাইন। করোনা পরিস্থিতিতে দেশটির সরকার থেকে জরুরি প্রণোদনা সহায়তা নেয়ার পর পরই এ ঘোষণা দেয় প্রাচীন এ বিমান প্রতিষ্ঠান। রয়টার্স

[৩] প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির সম্পদ ও দায়ের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:১০। ইতিমধ্যে দেউলিয়া আইনের ১১ অনুচ্ছদে নিজেদের দেউলিয়াত্ব ঘোষণা করার জন্য নিউইয়র্কের একটি দক্ষিণ অঞ্চলীয় একটি জেলা আদালতে আবেদন করেছে দেশটির দ্বিতীয় বড় এ বিমান প্র্রতিষ্ঠান।

[৪] এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটিরক নির্বাহী অ্যাঙ্কো ভানদের ওর্ফ জানান, ১০০ বছরের ইতিহাসে এভিয়ানকা এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি কখনও। প্রতিষ্ঠানটি যদি কোন কারণে দেউলিয়াত্ব থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়, তাহলে এটি হবে করোনার প্রভাবে প্রথম কোন দেউলিয়া বিমান প্রতিষ্ঠান। করোনা সঙ্কটের মধ্যে এ প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী ৯০ শতাংশ বিমান ফ্লাইট বাতিল করা হয়।

[৫] রোববার জরুরি ভিত্তিতে ৬৫ মিলিয়ন ডলারের একটি বন্ড পরিশোধ করার ছিলো প্রতিষ্ঠানটির। তবে বিশ্লেষকরা আগে কল্পনাও করেনি প্রতিষ্ঠানটির এমন পরিস্থিতির মুখোমুখি হবে। এর আগে করোনা সঙ্কট সৃষ্টি হলে ফ্লাইট বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি প্রায় ২০ হাজার কর্মীকে বিনাবেতনে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায়।

[৬] করোনার প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের মার্চ থেকে আজ পর্যন্ত একটিও নিয়মিত ফ্লাইট সম্পন্ন করতে পারেনি এ বিমান কোম্পানি। এর আগে ২০০০ সালে দেউলিয়াত্বের কবলে পড়েছিলো প্রতিষ্ঠানটি। পরে বলিভিয়ার একটি তেল কোম্পানি প্রতিষ্ঠানটিকে উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়