শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে পুনরায় চালু হতে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন সেবা

ইয়াসিন আরাফাত : [২] আগামী মঙ্গলবার অর্থাৎ ১২ মে থেকে নিয়ন্ত্রিত মাত্রায় দেশটিতে ট্রেন চলতে শুরু করবে। রোববার টুইট বার্তায় এ কথা জানান ভারতের রেলমন্ত্রী পীযুষ গোয়েল। টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভ, কোলকাতা ২৪

[২] ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম অবস্থায় ১৫ জোড়া ট্রেন চালু করা হবে। সোমবার বিকেল ৪ টা থেকে একমাত্র আইআরসিটিসির মাধ্যমে কাটা যাবে টিকিট। তবে স্টেশনের ম্যানুয়াল টিকিট কাউন্টার বন্ধই থাকবে।

[৩] দেশটির রেল মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতের নিউ দিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাডগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ, ও জম্মু তাওয়াই রুটে ট্রেন চলবে।

[৪] স্পেশাল ট্রেন হিসেবে চালানো হবে এই ট্রেনগুলোকে। এগুলোতে শুধুমাত্র এসি কোচ থাকবে। বৈধ টিকিট দেখিয়েই শুধু মাত্র স্টেশনে ঢুকতে পারবেন যাত্রীরা। এছাড়া যাত্রীদের ফেসমাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করা হবে বলে দেশটির রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি একমাত্র যারা উপসর্গহীন তাঁরাই উঠতে পারবে ট্রেনে। পাশাপাশি সীমিত সংখ্যক স্টেশনে দাঁড়াবে এই ট্রেনগুলো।

[৫] এদিকে রোববার ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, শ্রমিকদের বাড়ি ফেরাতে প্রত্যেকদিন ৩০০ টি করে ট্রেন চালানো হবে। আগামী ৩-৪ দিনের মধ্যেই যাতে শ্রমিকেরা নিজেদের বাড়ি ফিরে যেতে পারে, তার জন্য রাজ্যগুলিকে সাহায্যের হাত বাড়ানোর কথাও বলেন তিনি।

[৬] জানা গেছে, এ পর্যন্ত সব মিলিয়ে ৩৩৬টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে আর তাতে ফিরতে পেরেছে ৩ লক্ষ ৬০ হাজার পরিযায়ী শ্রমিক। ২৮৭ টি ট্রেন ইতিমধ্যেই গন্তব্যে পৌঁছেছে, বাকিগুলো রাস্তায় আছে।

[৬] লকডাউনের কারণে গত ২৫ মার্চ থেকে বন্ধ রয়েছে ভারতের ট্রেন চলাচল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়