শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্তদের চিকিৎসা হবে ডেডিকেটেড এর পাশাপাশি সরকারি-বেসরকারি  ১১০টি হাসপাতালে

ডেস্ক রিপোর্ট : [২]করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দেখা দেয়ার পর দেশের বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে সাধারণ রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা না দেয়ার অভিযোগ ওঠেছে। এমন পরিস্থিতিতে দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে একসঙ্গে করোনা আক্রান্ত ও সাধারণ রোগীদের চিকিৎসার কাজে যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

[৩] রোববার দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে  থেকে জানা যায়, দেশে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য যেসব ডেডিকেটেড হাসপাতাল আছে, তার পাশাপাশি সরকারি-বেসরকারি আরও ১১০টি মেডিকেল কলেজ হাসপাতালকে যুক্ত করার পরিকল্পনা করছে সরকার।

[৪] এছাড়া যেসব বড় বড় স্বাস্থ্য প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা রয়েছে, সেগুলোকেও করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

[৫] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, দেশে এই ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে নতুন এক পদ্ধতি চালু করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি চিকিৎসকরা। তাদের মতে, প্রতিটি হাসপাতালকে ৩টি আলাদা আলাদা জোনে ভাগ করে রোগীদের চিকিৎসা সেবা দেয়া যেতে পারে।

[৬] তিনি আরও বলেন, বিভিন্ন দেশে থাকা চিকিৎসকরা বলছেন, প্রতিটি হাসপাতালকে প্রাথমিক, কোভিড ও নন-কোভিড জোনে ভাগ করতে। যাতে করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে এমন কোনও সন্দেহভাজন রোগী আসলে তাকে প্রথমে প্রাথমিক জোনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান ও নমুনা পরীক্ষা করা যায়। পরে নমুনা পরীক্ষায় যদি তার করোনা পজিটিভ আসে তাহলে তাকে কোভিড জোনে ভর্তি এবং নেগেটিভ আসলে নন-কোভিড জোনে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা যাবে। যেহেতু প্রতিটি হাপাতালেই আলাদা আলাদা জোন করা হবে, সেহেতু ঝুঁকি বাড়ার সুযোগ নেই।

[৭] অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আরও বলেন, চিকিৎসার নতুন এই পদ্ধতিটি নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা এটিকে সমর্থন জানিয়েছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সবার মতামতে ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

[৮] নতুন এ চিকিৎসা পদ্ধতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ট্রিটমেন্ট প্রটোকল প্ল্যানের অন্যতম সদস্য ও সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ বলেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকা স্বাস্থ্যকর্মীদের পিপিইসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দেয়া হবে। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা নেই।

[৯] তবে কেউ কেউ এ পদ্ধতি চালু হলে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মনে করছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব বলেন, হাসপাতালগুলোকে আলাদা আলাদা জোনে ভাগ করা হলেও চিকিৎসা প্রদানের স্বার্থে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পরস্পরের সংস্পর্শ আসতে হবে। ফলে পুরো স্বাস্থ্য কমিউনিটি সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন নূন্যতম চিকিৎসা সেবা প্রদান করার মতো কেউ থাকবে না। তাই ভালো করে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বাংলা২৪লাইভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়