শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ১১ মে, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাইয়ে ডিজিটাল পদ্ধতিতে সরকারিভাবে ধান ক্রয়ের লটারি

দিরাই প্রতিনিধি: [২] দিরাইয়ে সরকারি খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে এবারই প্রথমবার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

[৩] রোববার দুপুরে উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা বোরো ধান ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান'র পরিচালনায় অনুষ্ঠিত লটারিতে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল চৌধুরী, দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন আলম, খাদ্য কর্মকর্তা হিমেল সরকার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজ দৌলা তালুকদার, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, শিবলী আহমেদ বেগ, রতন কুমার দাস তালুকদার, আব্দুল কুদ্দুস, সৌম্য চৌধুরী, পৌর কর্মকর্তা দেলোয়ার হোসেন, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমদ প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, বোরো ধান সংগ্রহের লক্ষ্যে সরকারি খাদ্য গুদামে ধান দিতে আগ্রহী ১৭ হাজার ৭৪৩ জন কৃষক আবেদন করেন।

[৪] যাচাইবাছাই করে ১৫ হাজার ৭৯৯ জন কৃষক কে লটারির আওতায় আনা হয়। এবছর সরকার নির্ধারিত প্রতি কেজি ধান ২৬ টাকা দরে কৃষকদের কাছ থেকে ৩৬ হাজার ৮২ মেট্রিক ট্রন ধান সংগ্রহ করা হবে। মোট বরাদ্দ ইউনিয়ন ভিত্তিক বন্টন করে দেওয়া হয়েছে। নির্বাচিত একজন কৃষক ২ মেট্রিক টন করে ধান সরকারি খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান বলেন লটারিতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে দিরাইয়ে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়