শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রশাসনের তৎপরতায় এখনও করোনামুক্ত রাজশাহী মহানগর

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি: [২] দেশের সমস্ত জেলাতে করোনার সংক্রমণ ছড়িয়েছে। তবে এখনও করোনামুক্ত রয়েছে বিভাগীয় শহর রাজশাহী।

[৩] প্রশাসনের তৎপরতায় তা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তবে এখন নগরীর দোকানপাট—মার্কেট খুলে দিলে এ শহরকে নিরাপদ রাখা সম্ভব হবে না বলেও অভিমত তাদের।

[৪] করোনা পরিস্থিতির শুরু থেকেই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে প্রস্তুতি শুরু করেন রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সরাসরি তারা এ সংক্রান্ত সবগুলো সভায় উপস্থিত থাকেন। মতামত দেন। নগরকে করোনামুক্ত রাখতে এ দুই নেতার নির্দেশনা অনুযায়ী যথাসাধ্য কাজও করেছেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

[৫] স্বাস্থ্য বিভাগের একজন পদস্থ কর্মকর্তা জানান, ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্তের পর দেশের মধ্যে সবার প্রথম দূরপাল্লার বাস চলাচল বন্ধ করা হয় রাজশাহীতেই।

[৬] করোনাভাইরাস মোকাবেলায় কর্মরতদের সঙ্গে কথা বলে জানা যায়, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা শুরু থেকেই প্রতিটি বিষয়ে তদারকি করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে চোখে দেখার মত।

[৭] গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। গোটা রাজশাহী বিভাগের মধ্যে এখানেই প্রথম শনাক্ত হন কোনো ব্যক্তি। এরপর মোট ১৭ জন শনাক্ত হয়েছেন। জেলার পুঠিয়া উপজেলায় ৫ জন, দুর্গাপুরে ২ জন, বাগমারায় ১ জন, মোহনপুরে ৪ জন, তানোরে ৩ জন এবং পবায় ১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়