শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পণ্য বিক্রির নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেফতার

রাজু চৌধুরী : [২] বিভিন্ন পণ্য বিক্রির কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মিজু মিয়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফুকরা এলাকার মৃত সায়েদ মিয়ার সন্তান।

[৩] সিএমপি কোতোয়ালী থানা পুলিশ জানায়, শনিবার (৯ মে) রাতে নগরীর নিউমার্কেট এলাকা থেকে মিজু মিয়াকে স্থানীয় কিছুলোক প্রথমে প্রতারক হিসেবে শনাক্ত করে। পরে হালকা মারধর করে পুলিশের কাছে সোপর্দ করলে কোতোয়ালী থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

[৪] মিজু মিয়া (৪৫)। গোপালগঞ্জের মানুষই তার একমাত্র টার্গেট। এলাকার মানুষ খুঁজে খুঁজেই গত ১৫ বছর ধরে এ প্রতারণা করে আসছেন তিনি। কখনো জাহাজের মাষ্টার আবার কখনো ক্যাপ্টেন, পরিচয় দিয়ে এই ভাবে প্রতারণা করেন। এক পর্যায়ে নিজেকে প্রতারক বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন।

[৫] স্বীকারোক্তিতে মিজু পুলিশকে জানান, গত ১৫ বছর ধরে তিনি এ প্রতারণনার কাজ করে আসছেন। গোপালগঞ্জের মানুষই তার একমাত্র টার্গেট। বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির কথা বলে টাকা হাতিয়ে দ্রুত চম্পট দেন এবং পূণরায় প্রতারণার নতুন কোনো ফাঁদ পাতেন।

[৬] পুলিশ জানায়, প্রতারক মিজু মিয়া গোপালগঞ্জের অসংখ্য মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন। এবং নগরীর দামপাড়া পুলিশ লাইনের এসএফ শাখার নায়েক মো. নাছির উদ্দিনের সাথেও তিনি প্রতারনা করেন।

[৭] কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভুক্তভোগী ব্যক্তি মিজু মিয়ার নামে প্রতারণার মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নেয়া হয়েছে। রোববার তাকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়