শিরোনাম

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে বিভিন্ন সড়কের পাশে মৌসুমী বাহারী রংয়ের ফুল, প্রকৃতি ফিরেছে তার হারানো রুপে

আরিফ হোসেন: [২] করোনা কারণে দেশ জুড়ে চলছে অঘোষিত লকডাউন। পরিবেশ দূষণের, সভ্যতার উৎপীড়নে বিরতিরেখা গাঢ় হওয়ায় প্রকৃতি হাসছে, সুখ কুড়োচ্ছে, ফিরিয়ে দিচ্ছে রুপ, রস, আশাদ্রবণ। বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ফুটেছে মৌসুমী বাহারী রংয়ের ফুল। নিউজ২৪

[৩] প্রকৃতির নিয়মে এবারও বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কের পাশে আনাচে, কাঁনাচে ফুটেছে সোনালু, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার আর জারুলসহ মৌসুমী বাহারী রংয়ের ফুল। এক অপরূপ সৌন্দর্যের হাতছানি।

[৪] প্রকৃতির এই অপার সৌন্দের্যেও প্রাণ হারা নগরবাসী। বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ইউনিটে করোনার সাথে লড়ছেন রোগীরা। মাঝ গেটে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া যে রংয়ের আভা ছড়িয়েছে তা যেন করোনায় মলিন হয়ে গেছে। কারোর মনেই স্বস্তি নেই।

[৫] প্রকৃতি তার রঙ্গিন আভা দিয়ে কনোরার দুর্যোগ ম্লান করে দেবে বিশ্বাস প্রকৃতি প্রেমীদের।

[৬] পরিবেশবিরা বলছেন, মানুষের একটু সচেতনতাই পারে প্রকৃতিকে আপন রুপে সাজাতে।

[৭] করোনা প্রকোপে যখন বিপর্যস্ত বিশ্ব তখন প্রকৃতি ফিরছে তার আপন রূপে। গেল বছরের তুলনায় দূষণের মাত্রা কমেছে রেকর্ড, প্রায় ৫০ শতাংশ। বায়ুস্তরে কার্বন মনো অক্সাইডের পরিমাণও নেমে এসেছে অর্ধেকে। চাইলেই দূষণ রোধ সম্ভব, সেই বার্তাই যেন দিচ্ছে পৃথিবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়