শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মারা গেলেন ‘রক এন রোল’ স্থপতি লিটল রিচার্ড

লিহান লিমা: [২] তিনি বুগি-ওগি, রিদম, ব্লুজ গসপেলের সংমিশ্রণে নিজস্ব ধারার অভিনব সঙ্গীত সৃষ্টি করে গিয়েছেন। শনিবার ৮৭ বছর বয়সে টেনিসির নিজ বাড়িতে মৃত্যু হয় রিচার্ডের। মৃত্যুর সময় তার পাশে ছিলেন তার ভাই, বোন ও ছেলে। রিচার্ড বোন ক্যান্সারে ভুগছিলোনন। ডেইলি মেইল, বিবিসি, দ্য গার্ডিয়ান

[৩] তিনি বিশ্বব্যাপী পরিচিত হয়েছেন তার মঞ্চের উচ্ছ্বসিত পারফরম্যান্স, চঞ্চল স্বভাব, কৌতুকপূর্ণ কন্ঠস্বরও জাঁকজমকপূর্ণ পোশাকের জন্য। তার রেকর্ড বিশ্বের ৩ কোটিরও বেশি বিক্রি হয়। তিনি এমন একসময় জনপ্রিয়তা কুঁড়িয়েছিলেন যখন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ বিভেদ চরমে ছিলো।

[৪] ১৯৩২ সালে জন্ম হয় রিচার্ড ওয়ানি পেনিম্যানের। ২০০৮ সালে বিবিসির সঙ্গে তিনি একবার বলেছিলেন, ‘আমরা ১২ ভাই ছিলাম। অন্য ভাইদের থেকে নিজকে আলাদা করতেই আমি গানকে বেছে নেই। এবং সত্যিকার অর্থেই সবার চেয়ে অন্যন্য হয়ে উঠি।’
১৯৫৫ সালে সমকামীতা নিয়ে তার গান ‘টুট্টি ফ্রুটি’ ব্রডকাস্ট হয়। এই গান শুরু হয়েছিলো ‘অ্যাওপ বপ এ লু মপ/ অ্যালোপ বাম বুম’ এর মতো অমর লাইন দিয়ে। পরবর্তীতে এরই ধারাবাহিকতায় তিনি গান ‘লুসিলি’, ‘কিপ এ নকইন’, লং টল স্যালি’ এবং ‘গুড গলি মিস মলি’র মতো তুমুল জনপ্রিয় সব গান। যা সঙ্গীতের ‘রক এন রোল’ ধারাকে স্থাপিত করতে সহায়তা করে।

তার গান দ্য বিটলস, এলটন জন, বব ডিলান, ডেভিড বোয়ি, জিমি হেনড্রিস ও এলভিস পার্সলির মতো বিশ্বের শীর্ষ সঙ্গীতজ্ঞদের প্রভাবিত করেছিলে।

রিচার্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিটলস এর সাবেক ড্রামার স্যার রিঙ্গো স্টির টুইট করেন, ‘ইশ্বর তার সহায় হোন। তিনি আমার সবসময়ের সঙ্গীতের হিরো।’ চিক এর সহ-প্রতিষ্ঠাতা নিল রজার বলেন, ‘সত্যিকারের এক কিংবদন্তীকে হারালাম’। বিচ বয়েজ এর ব্রায়ান উইলসন বলেছেন, ‘তার গান অমর হয়ে থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়