শিরোনাম
◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ ◈ খালেদা জিয়ার কন্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র (ভিডিও) ◈ জামায়াতসহ ইসলামপন্থি দলগুলো কি নির্বাচন প্রলম্বিত করতে চাইছে ◈ নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ চিঠিতে মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর ◈ এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: দুর্ভোগ কমানোর বদলে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত ঠাকুরগাঁও প্রশাসন

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার কোয়ারেন্টাইনে ড.ফাউচি সহ যুক্তরাষ্ট্রের করোনা টাস্কফোর্সের শীর্ষ দুই সদস্য

লিহান লিমা : [২] যুক্তরাষ্ট্রের অন্যতম জীবাণুরোগ বিশেষজ্ঞ ড.অ্যান্তনি ফাউসি স্বেচ্ছা কোয়ারেন্টাইন শুরু করেছেন। ফাউচি হোয়াইট হাউসের কোভিড-১৯ এ পজেটিভ ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান, লস অ্যাঞ্জেলস টাইমস

[৩] যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিস এর পরিচালক এবং হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্কফোর্সের সদস্য ফাউচি জানান, তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তবে ১৪দিন বাড়িতে থেকে কাজ করাসহ অন্যান্য সচেতনমূলক নির্দেশনা মেনে চলবেন তিনি।

[৪] যুক্তরাষ্টের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর নির্বাহী পরিচালক রবার্ট রেডফিল্ড জানিয়েছেন, তিনি আগামী দুই সপ্তাহ টেলিফোনেই সব কাজ সারবেন। হোয়াইট হাউসে করোনা ভাইরাস পজেটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন রেডফিল্ড।

[৫] দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) এর কমিশনার স্টেফান হান। হান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের সংস্পর্শে এসেছিলেন। মিলারের স্ত্রী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামশর্ক স্টেফেন মিলার করোনা শনাক্ত হয়েছেন।

[৬] করোনা শনাক্ত হয়েছেন ফার্স্ট ডটার ও ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী।

[৭] ডিএইচএস এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের ১১ জন সদস্য কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।

[৮] সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগত এক কনফারেন্স কলে তার আমলের প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে বলেছেন, বর্তমান প্রশাসন গা-ছাড়া মনোভাব দেখানোয় করোনা পরিস্থিতি চরম বিশৃঙ্খল এক বিপর্যয়ে পরিণত হয়েছে।

[৯] ওয়াল্ড মিটারের তথ্যনুয়ায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়