শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার কোয়ারেন্টাইনে ড.ফাউচি সহ যুক্তরাষ্ট্রের করোনা টাস্কফোর্সের শীর্ষ দুই সদস্য

লিহান লিমা : [২] যুক্তরাষ্ট্রের অন্যতম জীবাণুরোগ বিশেষজ্ঞ ড.অ্যান্তনি ফাউসি স্বেচ্ছা কোয়ারেন্টাইন শুরু করেছেন। ফাউচি হোয়াইট হাউসের কোভিড-১৯ এ পজেটিভ ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান, লস অ্যাঞ্জেলস টাইমস

[৩] যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিস এর পরিচালক এবং হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্কফোর্সের সদস্য ফাউচি জানান, তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তবে ১৪দিন বাড়িতে থেকে কাজ করাসহ অন্যান্য সচেতনমূলক নির্দেশনা মেনে চলবেন তিনি।

[৪] যুক্তরাষ্টের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর নির্বাহী পরিচালক রবার্ট রেডফিল্ড জানিয়েছেন, তিনি আগামী দুই সপ্তাহ টেলিফোনেই সব কাজ সারবেন। হোয়াইট হাউসে করোনা ভাইরাস পজেটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন রেডফিল্ড।

[৫] দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) এর কমিশনার স্টেফান হান। হান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের সংস্পর্শে এসেছিলেন। মিলারের স্ত্রী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামশর্ক স্টেফেন মিলার করোনা শনাক্ত হয়েছেন।

[৬] করোনা শনাক্ত হয়েছেন ফার্স্ট ডটার ও ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী।

[৭] ডিএইচএস এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের ১১ জন সদস্য কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।

[৮] সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগত এক কনফারেন্স কলে তার আমলের প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে বলেছেন, বর্তমান প্রশাসন গা-ছাড়া মনোভাব দেখানোয় করোনা পরিস্থিতি চরম বিশৃঙ্খল এক বিপর্যয়ে পরিণত হয়েছে।

[৯] ওয়াল্ড মিটারের তথ্যনুয়ায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়