শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ৫০ বছরে অপ্রধান ফসল চাষের আয়তন ও উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে : বিবিএস

সাইদ রিপন : [২] অপ্রধান শস্য যেমন পেঁয়াজ, রসুন, আদা, আখ, চা, আম, কাঁঠাল, মরিচ, সরিষা, মসুর, ভুট্টাসহ ইত্যাদি ফসল রয়েছে। গত ৫০ বছরে এ ফসলগুলোর উৎপাদন বৃদ্ধির ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পরিপূর্ণভাবে মেটানো সম্ভব হচ্ছে এবং কৃষকের আয় বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। অপ্রধান শস্যের আমদানি কমানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দারিদ্র্য বিমোচনে অবদান রেখে দেশের অর্থনীতি ত্বরান্বিত হয়েছে।

[৩] বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্বাধীনতার পর দেশের বিভিন্ন সেক্টরের অর্জন নিয়ে ‘বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির তথ্য-উপাত্ত বিশ্লষণ’ শীর্ষক রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে

[৪] রিপোর্টে বলা হয়েছে, ১৯৬৯-৭০ সালে দেশে শূণ্য দশমিক ৮২ লাখ একর জমিতে পেঁয়াজ চাষ করে উৎপাদন হতো এক দশমিক ৭৯ লাখ টন। সেখানে এ হার বৃদ্ধি পেয়ে গত ২০১৮-১৯ সালে ৪ দশমিক ২৬ লাখ একর জমিতে পেঁয়াজ চাষ করে উৎপাদন হয়েছে ১৮ দশমিক ০৩ লাখ টন। একই সাথে রসুন, আদা, কাঁচামরিচ, কাঁঠাল ও চায়ের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি হয়েছে।

[৫] বিশেষ করে ১৯৬৯-৭০ সালে ভুট্টার শূণ্য দশমিক শূণ্য ৮ লাখ একর জামিতে চাষ করে শূণ্য দশমিক শূণ্য ৩ লাখ টন উৎপাদন হতো। সেখান থেকে বর্তমানে ১১ লাখ একর জামিতে ভুট্টা চাষ করা হচ্ছে। যার উৎপানদ প্রায় ৩৫ দশমিক ৬৯ লাখ টন।

[৬] রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ভুট্টা মানুষের খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ভুট্টার ফিড মাছ এবং হাঁস-মুরগির খাবার হিসেবে ব্যবহৃত হয় এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নতমানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। যার ফলে চাষ এবং উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়