শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাঠি দিয়ে মালাবদল করে ভাইরাল যুগল

ডেস্ক রিপোর্ট : [২] করোনার ভয়ে লাঠি দিয়ে মালাবদল চেষ্টার এক ব্যতিক্রমী দৃশ্য সবার মনোযোগ আকর্ষণ করেছে। সম্প্রতি এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে।

[৩] ভারতের সাংবাদিক চিত্রা ত্রিপাঠী’র টুইটার হ্যান্ডলে পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মন্দিরে বিয়ের আয়োজনে অনেকেই মাস্ক পরে রয়েছেন, আবার অনেকেরই নাক-মুখ খোলা। ৩/৪ ফুট দূরত্বে দাঁড়িয়ে বর-কনে। প্রথমে কনে দুহাতে দুটি লাঠির ডগায় মালা নিয়ে তা বরের গলায় পরিয়ে দিচ্ছেন। এরপর কনের গলায় মালা দেয়ার পালা। এতক্ষণ দেখে মনে হচ্ছিল, পরস্পরের ছোঁয়া এড়িয়েই মনে হয় এই বিয়ে সম্পন্ন হবে, কিন্তু সেই ধারণা ভাঙতে বেশি সময় লাগে না। বরের গলায় মালা দেয়ার রীতি সম্পন্ন করার জন্য কনেকে সাহায্য করতে দুদিক থেকে দুজন এগিয়ে আসেন। মালাবদলের লাঠি নিজের হাতে নিতে এগিয়ে আসেন বরও। সব মিলিয়ে মোট ৪জন একসঙ্গে সেই লাঠির সাহায্যে মালা বদলে সাহায্য করতে উদ্যত হন।

[৪] বরের মালা বর কনের গলায় পরিয়ে দেয়, এটাই রীতি। কিন্তু মালার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে করোনা। তাই লাঠি দিয়েই কাজ সারলেন এই দুজন। যা দেখে খুশির হাসি হাসছেন উপস্থিত বর ও কনেপক্ষ। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়, গ্লাভস ব্যাবহার না করে একই লাঠি দিয়ে বর ও কনে মালাবদল করলো। তবে প্রশ্ন যাই থাক, বিয়ের রীতি পালন করার অভিনব এই পন্থা মনে ধরেছে নেটিজেনদের। এই খবর দেশ-বিদেশের সংবাদমাধ্যমে ছড়িয়েও পড়েছে। পূর্বপশ্চিমবিডি

ভিডিও লিঙ্ক -https://twitter.com/Madan_Chikna/status/1256274696603086848

  • সর্বশেষ
  • জনপ্রিয়