শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেনেজুয়েলায় অস্ত্রগুলি ভর্তি কলম্বিয়ার ৩টি যুদ্ধ জাহাজ জব্দ

সিরাজুল ইসলাম: [২] অরিনিকো নদীতে ভাসমান অবস্থায় পরিত্যক্ত জাহাজগুলো শনিবার জব্দ করে দেশটির সামরিক বাহিনী। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে সরকার উৎখাতে ব্যর্থ আগ্রাসনের অভিযোগের কয়েকদিন পরই এগুলো জব্দ করা হলো। রয়টার্স

[৩] প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাহাজগুলো মেশিন গান ও গুলি ভর্তি ছিলো। কোনও নাবিক ছিলো না। দেশজুড়ে ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার অভিযানের অংশ হিসেবে তারা টহল দেয়ার সময় এগুলো জব্দ করেন। তবে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষনিক কোনও মন্তব্য করেনি।

[৪] বুধবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সম্প্রচার করে। এতে এক মার্কিন নাগরিক বলেন, তাকে ভাড়া করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি নিরাপত্তা কোম্পানি। তার দায়িত্ব ছিলো কলম্বিয়ায় ভেনেজুয়েলার ভিন্নমতাবলম্বী সেনাদের প্রশিক্ষণ দেয়া এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করা এবং কারাকাস বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়া।

[৫] লোকটির নাম লিউক ডেনম্যান। তার সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও একজ এরিয়ান বেরিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তারা কলম্বিয়া থেকে ভেনেজুয়েলায় প্রবেশের চেষ্টা করে। সে সময় ভেনেজুয়েলার সেনাদের কয়েক দফা প্রতিরোধ অভিযানে ৮ জন নিহত হন। বিবিসি

[৬] বুধবার মাদুরো অভিযোগ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকুই এ অভিযান পরিচালনা করেছেন। তবে ডুকুই এ অভিযোগ অস্বীকার করেন।

[৭] ভেনেজুয়েলার প্রসিকিউটর জেনারেল তারেক উইলিয়াম সাব বলেন, লোকগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদ, ষড়যন্ত্র, অনুপ্রবেশ, যুদ্ধাস্ত্র¿ পাচার ও হামলার অভিযোগ আনা হয়েছে। তাদের ২৫ থেকে ৩০ বছর কারাগারে থাকতে হতে পারে। আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়