শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম প্রেমের গল্প

ইসলামি ডেস্ক : রাসুল (সা.) এর সাথে দীর্ঘ পঁচিশ বছর অপূর্ব ভালবাসার দাম্পত্য জীবন কাটিয়ে নবুয়্যতের দশম বছরে হযরত খাদিজা (রা.) ইন্তেকাল করেন। জানাজার নামাজের বিধান তখনও হয়নি। রাসুল (সা.) নিজ হাতে তাঁর লাশ জান্নাতুল মুয়াল্লায় দাফন করেন। (আল ইসাবা ৪/২৮৩)

হযরত খাদিজা (রা.) এর ইন্তেকালের পর তাঁর বোন হালা একবার রাসুল (সা.) এর সাথে দেখা করতে আসলেন। রাসুল (সা.) দূর থেকে তার কণ্ঠস্বর শুনেই বলে উঠলেন, "হালা এসেছ"? প্রিয় নবী (সা.) এর মানসপটে তখন প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা (রা.) এর স্মৃতি ভেসে উঠছিল।

এসময় হযরত আয়েশা (রা.) খুনসুটির সুরে রাসুল (সা.)কে বললেন, "যিনি মারা গিয়েছেন, তার কথা আপনি এখনও মনে করছেন!"

প্রিয় নবী (সা.) আয়িশা (রা.) কে বোঝালেন, "কক্ষনো না। মানুষ যখন আমাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে চেয়েছে, তখন খাদিজা আমাকে সত্য বলে মেনে নিয়েছে। যখন কেও আমার সাহায্যে এগিয়ে আসেনি, তখন খাদিজা আমাকে সাহায্য করেছে। তার গর্ভেই আমার সন্তান হয়েছে। সবাই যখন কাফির ছিল, খাদিজা বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেছে।" (হায়াতুস সাহাবা)

হযরত খাদিজা (রা.) এর ইন্তেকালের পরও রাসুল (সা.) তাঁর সাথের হাজার স্মৃতি মানসপটে খুব যত্ন করে সাজিয়ে রেখেছিলেন। রাসুল (সা.) তাঁর এ প্রিয়তমা স্ত্রীর ইন্তেকালের পর বাড়িতে যখনই কোন পশু জবাই করতেন, খোঁজে খোঁজে খাদিজা (রা.) এর বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন।

রাসুল (সা.) সারাজীবন খাদিজা (রা.) এর স্মৃতি সযতনে অাগলে রেখেছেন। হযরত আয়িশা (রা.) এ নিয়ে রাসুল (সা.) এর সাথে খুনসুটি করতেন। রাসুল (সা.) আয়িশা (রা.)কে বলতেন, "আল্লাহ আমার অন্তরে খাদিজার জন্য ভালবাসা সৃষ্টি করে দিয়েছেন।" (হায়াতুস সাহাবা)

মক্কার বিশিষ্ট ধনাঢ্য ব্যবসায়ী হওয়া সত্বেও খাদিজা (রা.) নিজ হাতে রাসুল (সা.) এর সেবা করতেন; সবসময় প্রিয় নবী (সা.) এর খেয়াল রাখতেন।

একবার বাটিতে করে খাদিজা (রা.) রাসুল (সা.) এর জন্য খাবার নিয়ে আসছিলেন। এসময় হযরত জিবরাইল (আ.) রাসুল (সা.) কে বললেন, "আপনি তাঁকে আল্লাহ তা'আলা ও আমার সালাম পৌঁছিয়ে দিন।" (সহীহ বুখারি)

  • সর্বশেষ
  • জনপ্রিয়