শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা তোয়াক্কা না করে বেলারুশে বিজয় দিবস উদযাপন

মুসা আহমেদ: [২] দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান করোনার কারণে বিশ্বজুড়ে বাতিল করা হলেও কান পাতেনি বেলারুশ। শনিবার দেশটির রাজধানী মিনস্কে বিজয় দিবস উদযাপনে হাজারো সেনার অংশগ্রহনে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। রয়টার্স

[৩] প্রাণঘাতী এ মহামারির মধ্যে মধ্যে হাজারো মানুষের অংশগ্রহণে মহড়ার আয়োজন করায় দেশে ও দেশের বাইরে সমালোচিত হচ্ছেন প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কো। মহড়ার আগে ১৩ হাজারের বেশ মানুষ গণস্বাক্ষর করে তা বাতিল করার আহ্বান জানালেও সরকারের পক্ষ থেকে তাতে কোন কর্ণপাত করা হয়নি।

[৪] দেশটিতে আশঙ্কাজনক হারে করোনায় আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পেলেও সরকারিভাবে ব্যাপক এই জনসমাগমের আয়োজন করা হয়। ১৯৪৫ সালের ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ইউরোপে বিশেষ করে জার্মানিতে এই ৮ মে দিনটি মুক্তি দিবস বলে পরিচিত।

[৫] বিশ্বের অন্যান্য দেশে করোনা মোকাবেলায় নেওয়া পদক্ষেপকে পাগলামি মনে করছেন প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেন, হাঁটুতে মাথা গুজে মরার চেয়ে দাঁড়িয়ে থেকে মরাই ভালো।এই উন্মাদ, বিশৃঙ্খলা বিশ্বে এমন লোক থাকবে যারা সময় এমন মহৎ অনুষ্ঠান আয়োজন নিয়ে আমাদের সমালোচনা করবে।

[৬] প্রসঙ্গত, ৯৫ লাখ জনসংখ্যার দেশ বেলারুশে এখন পর্যন্ত ২২ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১২৬ রোগী মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়