শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] দেশ বিবেচনা করে আমদানির উৎস ঠিক হয় না: দেবপ্রিয় ভট্টাচার্য

মুসা আহমেদ: [২] করোনা মহামারির মধ্যে চিকিৎসা সরঞ্জামসহ বেশ কিছু পণ্যের আমদানির ক্ষেত্রে চীনসহ অন্যান্য দেশগুলোর ওপর অত্যাধিক নির্ভরতা কমাতে চায় ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বেশকিছু দেশ। তাদের অভিযোগ, করোনার মত বিপদের সময় সেসব দেশকে পাশে পাচ্ছে না। বিপরীতে ওই দেশগুলো তাদের পণ্য দিয়ে বাজারে আধিপত্য বিস্তার করে যাচ্ছে।

[৩] ইউরোপের মত বাংলাদেশ চাইলে চীনসহ অন্যান্য দেশের ওপর নির্ভরতা কমাতে পারে কিনা এ বিষয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্ট্রাচার্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ একটি মুক্ত অর্থনীতির দেশ। যেখান থেকে আমাদের উন্নয়নের প্রয়োজনে শিল্পের প্রয়োজনে সস্তায় দক্ষভাবে পণ্য আনতে পারব, আমরা সেখান থেকেই আনব। দেশ বিবেচনা করে আমদানির উৎস ঠিক হয় না। উৎস নির্ধারিত হয় প্রয়োজন ও তার আপেক্ষিক দামের ওপর।

[৪] এর আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে জার্মানির অর্থনীতিমন্ত্রী পিটার আল্টমায়ার বলেন, করোনা মোকাবেলায় প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জমের জন্য অন্যান্য দেশগুলোর ওপর ব্যাপক নির্ভরশীল হয়ে পড়েছে ইউরোপের দেশগুলো। মহামারির মত অর্থনৈতিক চরম বিপর্যয়ের সময় এ নির্ভরতা কমাতে যাচ্ছে ইউরোপের দেশগুলো।

[৫] আল্টমায়ার বলেন, পরনির্ভরশীলতা কমাতে আমাদের দরকার হবে ইউরোপীয় বাণিজ্যিক কৌশলগুলো আরো শক্তিশালী করা। ছোট, মধ্যম ও বৃহৎ শিল্পের মধ্যে এক ভালো সমন্বয় তৈরি করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়