শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার সঙ্গে বসবাস : পাল্টে যাচ্ছে বিপণিবিতান সংস্কৃতি

এ বি এম কামরুল হাসান : জীবন না জীবিকা? স্বাস্থ্য নাকি খাদ্য? বড়ই টানাপোড়নের মধ্যে আছি আমরা। বাংলাদেশে দেড় মাস হতে চললো ছুটি, অঘোষিত লকডাউন। স্থবিরতা ব্যবসা বাণিজ্যে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত দিকনির্দেশনা দিয়ে চলেছেন। নি¤œ আয়ের মানুষের খাবার যোগান দিচ্ছেন। কিন্তু এভাবে কতোদিন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাকাল দীর্ঘায়িত হবে। তাই জীবন রক্ষা করে আমাদের জীবিকার খোঁজ করতে হচ্ছে। স্বাস্থ্য বাঁচিয়ে খাদ্যের সন্ধান করতে হচ্ছে। সেটা করতে গিয়ে গত দুমাসে বদলে গেছে ব্রুনেই এর বিপণি বিতান সংস্কৃতি। ব্রুনেইতে পজিটিভ রোগী পাওয়া গেছে ২ মাস আগে। এখানে কখনোই লকডাউন ছিলো না, ছিলো না কোনো ছুটি। তবে আছে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব। বৈশ্বিক এ দুর্যোগ ইতোমধ্যে ব্রুনেইয়ের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এনেছে। করমর্দন করা ভুলে গেছি, দেখা হলে এখন আর কেউ কোলাকুলি করে না। শপিং সেন্টারের প্রবেশ পথে রয়েছে স্পর্শ ছাড়াই শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র, স্যানিটাইজার। নির্দিষ্ট সংখ্যার বেশি মানুষ একসঙ্গে কোনো বিপণি বিতানে থাকবে না। একই পরিবার থেকে ২ জনের বেশি নয়। বেশি ক্রেতা থাকলে বাইরে অপেক্ষা করবে। তবে অবশ্যই ৩ ফুট দূরে দূরে। বিপণি বিতানের নিরাপত্তা কর্মীরা সেটা নিশ্চিত করে। বিল দেওয়ার সারিতে ৩ ফুট দূরে দূরে দাগ টানা আছে। সেখানেই সবাই দাঁড়াবে। বেশিরভাগ মানুষ ব্যবহার করে ক্রেডিট কার্ড, চেষ্টা করে নগদ টাকা লেনদেন না করতে। বিল শাখা কর্মীদের হাতে থাকে গ্লাভস, মুখে সার্জিকাল মাস্ক। কিছু কিছু ক্রেতাদের মুখে মাস্ক থাকে, তবে বাধ্যতামূলক নয়। হাসপাতালের বাইরে কেউ এন-৯৫-এর সমগোত্রের মাস্ক পরে না। কেউ এখানে পিপিই পরে বিপণি বিতানে যায় না। না ক্রেতা, না বিক্রেতা। পিপিই দেখতে হলে আপনাকে পজিটিভ রোগীর হাসপাতালে যেতে হবে। এমনকি অন্য কোনো হাসপাতালেও নয়। লেখক : চিকিৎসক, ব্রুনেইতে কর্মরত

  • সর্বশেষ
  • জনপ্রিয়