শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলু বোঝাই ট্রাকে ফেন্সিডিল বহন, আটক ৫

সুজন কৈরী : [২] রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র‌্যাব-২। আটক করা হয়েছে ৫ জনকে। তারা হলো- রিদোয়ান, আবুল কালাম আজাদ, মো. বাচ্চু মিয়া, আনিছুর মন্ডল ও আব্দুল লতিফ।

[৩] আটকরা জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে আলু বোঝাই পিকআপ ভ্যানের পাটাতনে বিশেষ ভাবে লুকিয়ে মাদকের চালানটি রাজধানীতে নিয়ে এসেছিল।

[৪] র‌্যাব-২ এর কোম্পানী কমান্ডার এসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন তথ্যে টাউন হল মার্কেটের উত্তর পাশে আলু ভর্তি একটি পিকআপ থামানো হলে তাদের ঘেরাও করা হয়। পিকআপের আরোহীদের গাড়ী থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া চালক বাদে বাকি চারজনের কাঁধে ব্যাক প্যাক ব্যাগ দেখতে পাওয়া যায়। পরে ব্যাগগুলো তল্লাশী করলে প্রত্যেকটির কোনোটিতে ৪০ বোতল কোনোটিতে ৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

[৫] গাড়ীর হেল্পারের দেয়া তথ্যে পিকআপের ইঞ্জিন কাভার উঠিয়ে গাড়ীর বডির উপর পাটাতনের ভিতরে বিশেষ কায়দায় তৈরী করা গোপন চেম্বারের কাভার খুলে ভেতরে লুকিয়ে আরো ফেন্সিডিল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫০০ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

[৬] আটকদের জিজ্ঞাসাবাদ করলে চালক আনিস ও হেল্পার বাচ্চু অপর ৩ জনকে দেখিয়ে জানায়, তারা ৩ জন ঢাকার ক্রেতা। জয়পুরহাট থেকে মাদক এনে ঢাকার পার্টিকে দিতো। পরে ওই তিনজন জানায়, রিপন খালাসী নামের এক মাদক কারবারী ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। রিপনের হয়ে তারা ঢাকার বিভিন্ন স্থানে থাকা মাদক ব্যবসায়ীদের চাহিদামত মাদক সরবরাহ করতো। মাদকের জচালান আনতে রিপন ঢাকা থেকে পিকআপটিতে বিশেষভাবে পাটাতনে চেম্বার তৈরী করে তা জয়পুরহাট পাঠিয়েছে।

[৭] অভিযানকালে রাব কর্মকর্তারা গাড়ীর ইঞ্জিন ও চেসিস নম্বর খোঁজ করে দেখতে পান, সেটির ইঞ্জিন ও চেসিস নম্বর ঘঁষামাজা করে উঠিয়ে ফেলা হয়েছে এবং গাড়ীতে থাকা রেজিষ্ট্রেশন নম্বরও ভুয়া।

[৮] র‌্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী জানান, আটকরা পন্য পরিবহনের আড়ালে সীমান্ত এলাকা থেকে মাদকের চালান রাজধানীতে এনে বিভিন্ন জায়গায় পৌঁছে দিত। বাড়তি উপার্জনের জন্য তারা এই পেশায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়