শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুর করোনা সংক্রমন ঠেকাতে, ১৪ কয়েদিকে মুক্তি

তপু সরকার :  [২] বর্তমানে করোনা পরিস্থিতিতে লঘু দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ছেড়ে দেয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শেরপুরে দ্বিতীয় দফায় মুক্তি পেল ১২ বন্দি।

[৩] শুক্রবার রাতে শেরপুর জেলা কারাগারের জেলার মো. তরিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।

[৪] তিনি জানান, সরকারের সাধারণ ক্ষমার আওতায় শুক্রবার জেলা কারাগার থেকে ওই ১২ বন্দিকে মুক্তি দেয়া হয়। শেরপুর জেলা কারাগার থেকে কারা মহাপরিদর্শক দফতরে পাঠানো লঘু দণ্ডপ্রাপ্ত ২৩ জনের তালিকার মধ্যে দুই দফায় এ পর্যন্ত ১৪ বন্দি মুক্তি পেল।

[৫] জেলার জানান, কারাগারের বন্দি ঘনত্ব কমাতে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) প্রদত্ত ক্ষমতাবলে ১২ বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তি দেয়া হয়।

[৬] শেরপুর জেলা কারাগারে বন্দি ধারণ ক্ষমতা রয়েছে ১০০ জন। বর্তমানে বন্দি রয়েছে ৫৭১ জন।

[৭] শেরপুর জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতির কারণে জেলা কারাগারে সর্বোচ্চ এক বছর থেকে ছয় মাস মেয়াদের সাজাভোগীদের মধ্যে সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কারা মহাপরিদর্শক দফতরে মোট ২৩ জনের প্রস্তাব পাঠানো হয়েছিল।

[৮] এর মধ্যে সরকারের নির্বাহী আদেশে এক বছরের নিচে লঘু দণ্ডপ্রাপ্ত ১৫ জনকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই দফায় ১৪ জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ আত্মীয়-পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী রোববার আরও একজনকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

[৯] এদিকে সাজা মওকুফ হওয়া ১৪ জনই পুরুষ এবং তাদের মধ্যে মাদক মামলায় ১০ জন, ইভটিজিং মামলায় দুইজন ও যৌতুক নিরোধ আইনসহ অন্য আইনে তিনজন রয়েছেন। তাদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়