শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে হোম আইসোলেশনে মারা গেলেন সাবেক পুলিশ কর্মকর্তা

সাভার প্রতিনধি : [২] সাভারে করোনায় আক্রান্ত হওয়ার এক পর্যায়ে নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলেও হোম আইসোলেশনে থাকা পুলিশের অবসরপ্রাপ্ত একজন উপ-পরিদর্শক মারা গেছেন। আব্দুল মান্নান নামের ওই পুলিশ কর্মকর্তার বয়স হয়েছিল ৬৫ বছর।

[৩] শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ঘটনাটি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তার্কে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার সন্ধ্যার দিতে তিনি মারা যান। সর্বশেষ ৪ মে তারিখে দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ ছিল। তাই এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই ধরতে হবে বলে তিনি মনে করেন।

[৪] উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল তিনি জ্বরে আক্রান্ত হন। ১৫ এপ্রিল জ্বর ছেড়ে গেলেও করোনা সন্দেহে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে নমুনা দেন। নমুনা পরীক্ষা করে করোনা নেগেটিভ পাওয়া যায়। পুনরায় তিনি জ্বরে আক্রান্ত হলে ১৯ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এ সময় নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ২২ এপ্রিল তাঁর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। পরে ৪ মে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা নেগেটিভ পাওয়া যায়। এরপরও তিনি ফের পরীক্ষার অপেক্ষায় ছিলেন।

[৫] আব্দুল মান্নানের স্ত্রী বলেন, দ্বিতীয় দফায় রিপোর্ট নেগেটিভ এলেও করোনার উপসর্গ নিয়েই ওনার মৃত্যু হয়েছে। তীব্র জ্বর এসেছিল। ফ্লোরে ছটফট করে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ারও সময় পাওয়া যায়নি।

[৬] সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, আইডিসিআর থেকে খরব পাওয়ার পরে তাকে আমরা বাড়িতে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছিলাম। তার পরিবারের সদস্যরাও তাই চাচ্ছিলেন। সম্পাদনা :জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়