শিরোনাম
◈ ‘এই যুদ্ধ আমার না’— শান্তির বার্তা দিলেন ট্রাম্প ◈ রপ্তানির সোনালি সুযোগ, কিন্তু চ্যালেঞ্জও কম নয় ◈ বিদেশযাত্রায় ইমিগ্রেশনে ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের কখনোই এই ৭টি কথা বলা যাবে না, বললেই বিপদ! ◈ লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতি, খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উদঘাটন ◈ চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা কাটেনি, পাইকারিতে দাম কিছুটা কমলেও খুচরায় প্রভাব নেই ◈ এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার ◈ জেট ফুয়েলের ২১০০ কোটি বকেয়া রেখে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের! ◈ হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু ◈ মিয়ানমারে তীব্র সংঘর্ষ: নাফ নদীর পাড়ে কয়েকশ রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশে বাধা ◈ গাজা সংকটে আলোচনার নতুন সূচনা: হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ভয়াবহতার মধ্যেই গ্রেপ্তার হলেন আরেক জ্যেষ্ঠ সৌদি রাজপুত্র: হিউম্যান রাইট ওয়াচ

লিহান লিমা: [২] মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ শনিবার এক বিবৃতিতে বলেছে, প্রয়াত সৌদি বাদশা আবদুল্লাহের পুত্র প্রিন্স ফয়সাল বি আবদুল্লাহ আল সৌদকে গত মার্চের শেষের দিকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। পরিবার তার কোনো খ্যবরাখবর পাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। আল জাজিরা, আল আরাবিয়া
২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানে রিয়াদের বিলাসবহুলা হোটেলে অন্য অনেক রাজপুত্র, মন্ত্রী ও রাজপরিবারের সদস্যদের সঙ্গে তাকে আটক করা হয়েছিল। কিন্তু ২০১৭ সালের শেষ দিকে তিনি ছাড়া পান।

[৩] সৌদি রাজপরিবারের সূত্র দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, প্রিন্স ফয়সালকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তখন তিনি রিয়াদের উত্তরাঞ্চলের পারিবারিক বাসভবনে সেলফ আইসোলেশনে ছিলেন। সংস্থাটি আরো জানায়, প্রিন্স ফয়সাল কোথায় কি অবস্থায় আছেন জানা যায় নি। ২০১৭ সালের ডিসেম্বর থেকে প্রকাশে রাজপরিবারের কোনো সমালোচনা করেন নি প্রিন্স ফয়সাল। তিনি হৃদরোগী হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে পরিবার উদ্বিগ্ন বলে খবরে জানানো হয়েছে।

[৪] এর আগে গত মার্চে বাদশাহ সালমানের ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল্লাহ ও সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। ২০১৭ সালে প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ বিন নায়েফকে হটিয়ে যুবরাজ পদে অভিষেক হয় সালমানের। পরবর্তী বাদশাহ হওয়ার পথ প্রশস্ত করতে সালমান শতশত রাজপুত্রকে বন্দি করছেন ও রাজপরিবারের মধ্যে নিজের প্রতি আনুগত্য আনতে চাইছেন।

[৫] হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক উপপরিচালক মাইকেল পেজ বলেন, কোনো ধরনের আইনি ভিত্তি ছাড়াই সৌদিতে আটক শত শত প্রিন্সের তালিকায় ফয়সালও যুক্ত হলেন।

[৬] মানবাধিকার গোষ্ঠিগুলো দেশটিতে শত শত মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মীদের গ্রেপ্তার ও ইয়ামেন যুদ্ধের ধ্বংসযজ্ঞের তীব্র সমালোচনা করে আসছে। ২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে হত্যা করা হয় রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাসোগজিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়