শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ টেস্ট: সুস্থ্যদের ভীড়ে অসুস্থ্যরা পরছেন মারাত্মক ঝুঁকিতে

লাইজুল ইসলাম: [২] রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে চলছে করোনার নমুনা সংগ্রহের কাজ। এজন্য যাদের করোনা উপসর্গ আছে তারা এসব হাসপাতালে গিয়ে নিজেদের নমুন দিয়ে আসেন। কিন্তু বিপত্তির বিষয় হচ্ছে যাদের নূন্যতম উপসর্গ নেই তারাও দাঁড়িয়ে পরছেন এই লাইনে। যার কারণে অনেক সময় অসুস্থদের সিরিয়াল পেতে সময় লেগে যাচ্ছে অনেক।

[৩] আরো বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে এই লাইনগুলো থেকে। যাদের শরীরে করোন নেই তারা তো দাঁড়িয়ে আছেন যাদের করোনা উপসর্গ আছে তাদের পাশে। এই বিবেক বোধটুকুও মানুষ হারিয়েছে। নির্দিধায় একজন উপসর্গসহ লোকের পাশে দাঁড়িয়ে আছেন সুস্থ একজন লোক। অযথা টেস্ট করতে আসা লোকটিও করোনয় আক্রান্তের ঝুঁকি সবচেয়ে বেশি।

[৪] শাহবাগে একমাত্র বিশেষায়িত ফিভার ক্লিনিকের সামনে দীর্ঘ লাইন। এখানে আছেন অনেকে সুস্থ অনেকে উপসর্গসহ অপেক্ষমান ব্যক্তি। এটি একটি সংক্রমনের ঝুঁকিপূর্ণ লাইন।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, টেস্ট করতে যাওয়ার আগে স্বাস্থ্য বাতায়নে কথা বলা যেতে পারে। সেখানে কথা বলে যদি সন্তুষ্টি না হয় তবেই হাসপাতালে যাওয়া উচিত। কারো কোনো ধরনের উপসর্গ না থাকলে হাসপাতালে যেতে নিরুৎসাহিত করা হয়েছে।

[৬] সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমাড় বড়ুয়া বলেন, এটা আমাদের একটি বড় ধরনের সমস্যা। মনের ভেতরে একটু সন্দেহ হলেই আমরা টেস্ট করতে বেড়িয়ে পরছি। এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এতে সংক্রমিত না হয়েও, সংক্রমিত হওয়ার সুযোগ থাকে। তাছাড়া, নমুনা দিতে এসে কেউ তো সামাজিক দূরত্ব মানছেন না।

[৭] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম বলেন, করোনার সচেতনতা মানুষের মনে নাই। তাদের মনে ভিতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সচেতনতা ঢুকানো যায়নি। তাই এই অবস্থা। ভয়ের কারণে লাইনে দাঁড়াচ্ছেন কিন্তু সামাজিক দূরত্ব মানছেন না। আর যিনি প্রকৃত রোগি তাকে টেস্ট করার সুযোগ থেকে তো বঞ্চিত করছেনই। তাও বুঝতে পারছেন না এই সুস্থ লোকগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়