শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার প্রতিষেধক আবিষ্কার সময়ের ব্যাপার, ইনশা আল্লাহ

সিরাজুম মুনির : আগামী ২ বছরে করোনা যাবে না, সারাজীবনেও এই ভাইরাস বিলীন হবে না, এ ধরনের কথায় ঘাবড়ে গিয়ে মানসিকভাবে মুষড়ে পড়ার কিছু নেই। ২ টা পয়েন্ট বলি- [ক] বিগত ৬ মাস আগেও কয়জন কল্পনা করতে পেরেছিলেন যে এরকম কিছু হতে যাচ্ছে? তেমন কেউই না বলতে গেলে। আর আন্দাজ করতে পারলেও হয়তো সংখ্যাটা একেবারেই নগন্য। কিন্তু আজ আমরা সবাই অকল্পনীয় এক সময় পার করছি। সৃষ্টিকর্তা চাইলে এরকম অকল্পনীয় পরিস্থিতি থেকে আবার হুট করে আমরা বের হয়েও যেতে পারি। তাই আগ বাড়িয়ে যেকোনো প্রকার ঘোষণা দেওয়াটা একপ্রকার শিরকের সামিল। [খ] ধরেই নিলাম কলেরা বা বসন্তের মতো, এই রোগটিও একেবারে বিলীন হবে না। তাতেও সমস্যা নেই। এরকম বহু রোগ আছে যেগুলো প্রতিষেধক আবিষ্কারের আগেভাগে কোটি মানুষের প্রাণ নিয়েছে। তবে প্রতিষেধক আসার পর, রোগগুলোকে আমরা আর তেমন ভয় পাই না।
কলেরা, যক্ষা, কালাজ্বর, গুটিবসন্ত, প্লেগ, স্প্যানিশ ফ্লু, এসবের প্রকোপ বা আতঙ্ক মানুষের মাঝে নেই এখন। কিন্তু যখন এই রোগগুলো মহামারী আকারে এসেছিলো তখনও কোটি মানুষ মারা যাওয়ার পর, মনে হচ্ছিলো পৃথিবী শেষ। কিন্তু তেমনটা হয়নি। সৃষ্টিকর্তা প্রকৃতির একটা ভারসাম্য রক্ষা করার জন্য কিংবা মানুষকে পরীক্ষা করার জন্য, এরকম কিছু আজাব দেন। আবার তিনিই একটা নির্দিষ্ট সময় পর মানুষের মাধ্যমে সব সমস্যার সমাধান দিয়ে দেন।
করোনার প্রতিষেধক আবিষ্কার সময়ের ব্যাপার ইনশা আল্লাহ। এক সময় নানা কঠিন রোগের মতো এই ভাইরাসের প্রতিষেধক নিয়ে মানুষ সুরক্ষিত থাকবে বলে বিশ্বাস করি। তাই কয়েকটা মাস ধৈর্য্য ধরে সতর্ক থাকুন। এই দূর্যোগের সময়টা পার করতে সহায়তা করুন। মানসিকভাবে ভেঙ্গে পড়ার কিছু নেই আশা করি। সৃষ্টিকর্তাই আমাদের রক্ষা করবেন ইনশা আল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়