শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সেদিন সবাই রুবেলের পিছে জয়ের আনন্দে দৌড়েছিলো আর আমি বাঁচার আনন্দে : তামিম

নিজস্ব প্রতিবেদক : [২] ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষদিকে ক্যাচ ফেলেছিলেন তামিম ইকবাল। যদিও রুবেলের বীরত্বে সেদিন ম্যাচটা হাতছাড়া হয়নি। ওই ম্যাচের শেষে তামিম দৌড়েছিলেন হাফ ছেড়ে বাঁচতে। কেননা ম্যাচটা যদি বাংলাদেশ হারতো তবে তার পুরো দায়ভার তামিমের কাঁধেই উঠতো।

[৩] ওই ম্যাচের স্মরণে শুক্রবার রাতে ফেসবুকের নিয়মিত আড্ডায় নিজের তিক্ত অভিজ্ঞতা জানান তামিম। এদিনের আড্ডায় তামিমের সঙ্গে ছিলেন ওই ম্যাচের নায়ক রুবেল হোসেন এবং যার বলে ক্যাচ ছেড়েছিলেন সেই তাসকিন আহমেদ। একটু সময়ের জন্য এসেছিলেন নাসির হোসেনও।

[৪] চার ক্রিকেটারের আড্ডায় কথা প্রসঙ্গে আসে ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ড ম্যাচটিও। ওই ম্যাচে ক্যাচ হাতছাড়ায় ৩২ কোটি গালি হজম করতে হয়েছিলো তামিমকে। ম্যাচের এক পর্যায়ে ইংল্যান্ডের দরকার ছিল ১৫ বলে ২০ রান। হাতে ২ উইকেট। তাসকিনের বলে ক্যাচ উঠলেও তামিম নিতে পারেননি। পাঁচ বছর আগের স্মৃতি তামিম জানালেন ওকসের ক্যাচটা যখন ছেড়েছিলাম, মনে হচ্ছিল মাটি ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই।

[৫] বিশ্বকাপের ম্যাচে কেন ক্যাচ হাতছাড়া হয় সেটির রহস্য আজও উন্মোচন করতে পারছেন না বাংলাদেশ ওপেনার, বিশ্বকাপে কেন যেন আমার ক্যাচ মিস হবেই। এ বিশ্বকাপেও রোহিত শর্মার ক্যাচ ছুটে গেছে। ২০২৩ বিশ্বকাপ যদি খেলতে পারি ইনশাআল্লাহ পুষিয়ে দেব।

[৬] ক্যাচ হাতছাড়ার তিক্ত অভিজ্ঞতা বললেন তামিম। ঠিক উল্টো ঘটনাও কিন্তু আছে। বাংলাদেশের ফিল্ডারদের সেরা ১০টি ক্যাচের ভিডিও দেখলে সেখানে তামিমেরই চার-পাঁচটা থাকবে।

/এ.জেড

  • সর্বশেষ
  • জনপ্রিয়