শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জের কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ১, আটক ৬

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছাত্রলীগ নেতাসহ দু’জন।

[৩] শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রামপুর মাদ্রাসা সড়কের মুহুরিরট্যাক হাবিবউল্যা চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত যুবকের নাম আবু জাহেদ (২২)। তিনি রামপুর ২নং ওয়ার্ডের মিয়াধনের ছেলে। আহতরা হলেন- ওই ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক (২০) ও রাহেদ নামে এক যুবক। আহতদের মধ্যে রাহেদের অবস্থা আশঙ্কাজনক।

[৫] এদিকে, এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- রামপুর ওয়াকি ভূঁইয়াবাড়ির মাহবুল হকের ছেলে আবদুল আলিম (২২), মুছাপুর ৩নং ওয়ার্ডের শেখ ফরিদের ছেলে শেখ মো. হাসান (১৫), একই এলাকার মাহবুবুল হকের ছেলে আমির হোসেন (১৮), রামপুর ২নং ওয়ার্ডের ছইমুদ্দিন বেপারীবাড়ির অজি উল্যার ছেলে আবদুস সাত্তার প্রকাশ শিপন (২৪), আবদুল ওহাব প্রকাশ রিপন (৩০) ও আবদুল আলিম (৩৫)।

[৬] নিহতের মামা রেজাউল হক সোহাগ জানান, পূর্ব শক্রতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই ওয়ার্ডের হৃদয় গ্রুপের সদস্য আমির হোসেন (২৪), নূর হোসেন (২৩), রাসেদ (২৮), হৃদয় (২৫) সহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী প্রকাশ্যে পিটিয়ে শেখ জাহেদকে হত্যা করে।

[৭] এছাড়াও হামলাকারী কিশোরগ্যাংটি এলাকায় এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো বলে স্থানীয়রা জানান।

[৮] অন্য আরেকটি সূত্রে জানা যায়, হৃদয় ও নিহত শেখ জাহেদ লকডাউন চলাকালে ঢাকা থেকে ট্রাকযোগে এলাকায় আসে। তখন সেখানে গাড়ি ভাড়া হৃদয় দিয়ে দেয় পরবর্তিতে এলাকায় নিহত জাহিদের কাছে গাড়ি ভাড়ার টাকা নিয়ে চা দোকানে বাকবিতণ্ডা হয়। তারই প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় দোকান থেকে বের হওয়ার পর হৃদয় দলবল নিয়ে জাহেদের উপর হামলা চালায়।

এসময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে শেখ জাহেদকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে নেওয়ার পথে রাত দশটার দিকে তার মৃত্যু হয়।

[৯] কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়