শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে পুলিশের হেফাজতে থাকা পালিয়ে যাওয়া আসামী গ্রেপ্তার

সৌরভ ঘোষ : [২] কুড়িগ্রাম সদর থানার শ্বাসরুদ্ধকর অভিযানে পুলিশ হেফাজতে থাকা এক আসামী পালিয়ে যাবার মাত্র ৮ ঘন্টার ব্যবধানে আটক হয়েছে।

[৩] ওই আসামীর নাম হামিদুল ইসলাম ওরেফে আলমুর। সে কুড়িগ্রাম শহরের হিঙ্গনরায় দাদা মোড় এলাকার চৌধুরী পাড়া গ্রামের মৃত ইসমাঈল হোসেনের পুত্র।

[৪] সংশ্লিষ্ট সূত্র জানায়- আটককৃত আসামী কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকায় মাদক মামলায় আটক হয়। শুক্রবার ৮ মে দুপুর আড়াইটায় ওই আসামীকে নাগেশ্বরী থানা পুলিশের দু’জন সদস্য ইজি বাইক যোগে কুড়িগ্রাম জেল হাজতে নিয়ে আসার সময় কুড়িগ্রামের পুরাতন ঈদগাহ মাঠের সামন থেকে সে লাফিয়ে নিজ গ্রাম চৌধুরী পাড়ার পিছন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ খবর পাওয়া মাত্রই কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) এর কঠোর নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমানের নেতৃত্বে শুরু হয় শ্বাসরুদ্ধকর অভিযান। কুড়িগ্রাম ছুটে আসেন নাগেরশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন কবীর। কুড়িগ্রামের সকল প্রবেশ দ্বারে বসানো হয় অস্থায়ী চেক পোষ্ট। নেয়া হয় অভিনব কৌশল। অবশেষে আজ ৮ মে দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম ধরলা সেতুর পশ্চিম প্রান্তের মাটিকাটা মোড় এলাকায় পুলিশের পাতানো জালে সে আটকা পড়ে। এখন সে কুড়িগ্রাম সদর থানার হেফাজতে রয়েছে।

[৫] কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমানের সাথে কথা হলে তিনি পালিয়ে যাওয়া আসামীকে আটক করার কথা স্বীকার করে বলেন, এসপি স্যারের নির্দেশনায় পরিচালিত অভিযানে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়