শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্তদের সঙ্গে অমানবিক ব্যবহার মানসিক দৈন্যতা : চিকিৎসক ও বিশেষজ্ঞরা

লাইজুর ইসলাম : [২] প্রতি একশো বছরে পৃথিবীতে এসেছে একটি মহামারি। আর এতে প্রতি বারই প্রান হারাতে হয়েছে অনেক মানুষের। এবারও পৃথিবীর মানুষের সামনে এসেছে মহামারি কোভিড-১৯ ভাইরাস। এই ভাইরাসে ইতমধ্যে পৃথিবীতে ২ লাখের বেশি মানুষ প্রান হারিয়েছে। সবাই মিলে এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছে।

[৩] এমন পরিস্থিতিতে বাংলাদেশও এই ভাইরাস দ্বারা আক্রান্ত। দেশের ১৩ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে এই ভাইরাসে। মারা গেছে ২০৬ জন । এই অবস্থায় দেশের বিভিন্ন স্থানে অভিযোগ উঠেছে করোনায় আক্রান্তদের সামাজিক ভাবে হেও করা হচ্ছে। অমানবিক আচরণ করছেন অনেকে।

[৪] এমন পরিস্থিতিতে অনেক করোনা আক্রান্ত রোগিরা বাড়ি ছাড়তেও বাদ্ধ হয়েছেন। এমনও ঘটনা ঘটেছে বাড়ির সবাইকে একঘোরে করা হয়েছে। সবার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। এমনকি আগুনে পুড়িয়ে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভ‚ক্তভ‚গিরা।

[৫] তবে বরাবরই স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা সংক্রমিত রোগিদের কারো সঙ্গেই যেনো কেউ সামাজিক ভাবে খারাপ আচরণ না করে। এই রোগে কেউ সংক্রমিত হলে সে দ্রুত সুস্থ্য হওয়ারও সুযোগ আছে। আর কে কখন কোথায় সংক্রমিত হবে তা বলা কঠিন। এটা এখন সামাজিক ট্রান্সমিশন হচ্ছে।

[৬] অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, মানুষের মধ্যে প্রথম থেকে যে ভয় ঢুকানো হয়েছে তার জন্যই এই সমস্যাগুলো হয়েছে। যেকোনো সমস্যায় বৈষিক ভাবেই মানুষ তার নিজের চিন্তা করে। তবে কারো সঙ্গে খারাপ আচরণ করা খুবই অমানবিক। অবাধ তথ্য প্রযুক্তির কারণে মানুষের ভিতরে মিথ্য তথ্য ঢুকিয়ে দেওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে। তবে সবাই খারাপ না। কিছু মানুষ কিন্তু করোনায় আক্রান্তদের জন্য এগিয়ে এসেছেন।

[৭] সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক উত্তম কুমাড় বড়–য়া বলেন, আমাদের দেশের মানুষের ভিতরে কিছুটা সমস্যা আছে। তারা বুঝে হোক না বুঝে হোক এই কাজটি করছে। তবে যদি কেউ কারো সঙ্গে খারাপ্ আচরণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিৎ।

[৮] জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মানবিকতা নষ্ট হয়ে গেছে। এতেই বোঝা যায় আমারা সামাজিক ভাবে কতটা দৈন্যদশায় ভ‚গছি। এসব বিষয়ে সরকারকে অবশ্যই একটি কঠোর সিদ্ধান্তে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়